কত দামে বিক্রি হল স্যার ব্র্যাডম্যানের মুকুট?

ইন্টারন্যাশনাল মিডিয়ার সূত্রমতে, ক্যাপটি ডিসেম্বরের ৩ তারিখে সিডনির এক নিলামে ৩,৯০,০০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রয় করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৩ কোটি ৫৫ হাজারেরও বেশি।

স্যার ডন ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ বিক্রি হয়েছে কোটি টাকায়। স্যার ডন ব্র্যাডম্যান এই নামটি ক্রিকেট বিশ্বে চেনে না এমন একজনকে খুঁজে পাওয়া টা বেশ কষটসাধ্য। ক্রিকেট বিশ্বে তার রয়েছে অনন্য খ্যাতি এবং সম্মান। সম্প্রতি অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির সর্বশেষ টেস্ট সিরিজে পরিহিত ক্যাপটি অস্ট্রেলিয়ার একটি নিলামে বিক্রয় করা হয়েছে।

ইন্টারন্যাশনাল মিডিয়ার সূত্রমতে, ক্যাপটি ডিসেম্বরের ৩ তারিখে সিডনির এক নিলামে ৩,৯০,০০০ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রয় করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৩ কোটি ৫৫ হাজারেরও বেশি।

বলা হচ্ছে তিনি এই ক্যাপটি তার শেষ টেস্ট ম্যাচ যা তিনি ১৯৪৭-৪৮ সালে ভারতের বিপক্ষে খেলেছিলেন। তিনি এই সিরিজে এক দুর্দান্ত পারফরমেন্সের প্রদর্শন করেছিলেন। তিনি এই সিরিজে তার শততম প্রথম সারির সেঞ্চুরি করেছিলেন। এই ডান হাতি ব্যাটসম্যান মোট ৭১৫ রান করেছিলেন ৬টি ইনিংস খেলে। যার মধ্যে ছিল তিনটি সেঞ্চুরি এবং একটি ডবল সেঞ্চুরি।

সেই সিরিজ থেকে এটি একমাত্র ক্যাপ যা সংগ্রহ করা হয়েছিল। সূত্রমতে স্যার ব্র্যাডম্যান এই ক্যাপটি ভারতীয় ক্রিকেট ম্যানেজার পঙ্কজ গুপ্তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। বহুবছর পর একজন সংগ্রাহক ক্যাপটিকে ব্র্যাডম্যান জাদুঘরে দান করেন। সেখান থেকেই মূলত ক্যাপটিকে নিলামে তোলা হয়।

স্যার ডন ব্র্যাডম্যান ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে হিসেবে সম্মানিত। তিনি ৫২টি টেস্ট ম্যাচ খেলে মোট ৬,৯৯৬ রান করেছিলেন, যা গড়ে ৯৯.৯৪। তার এই রানের পাহাড়ের মাঝে রয়েছে ২৯টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ডবল সেঞ্চুরি করার রেকর্ডটিও তার নামে। তিনি মোট ১২ টি ডবল সেঞ্চুরি করেছিলেন।

স্যার ডন ব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রীন’ ক্যাপের এই নিলাম কেবল একটি টুকরো ঐতিহ্যের বিক্রি নয়। এটি ক্রিকেট ইতিহাসের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার একটি প্রমাণ। তার অনন্য কীর্তি ও স্মৃতি এখনও ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জ্বলজ্বল করে। এই ক্যাপটি নতুন মালিকের হাতে গিয়ে যেন স্যার ব্র্যাডম্যানের অনবদ্য অবদান এবং ক্রিকেটের চিরস্মরণীয় গৌরবকে আরো এক ধাপ উঁচুতে তুলে ধরে।

Share via
Copy link