শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের মূল সংকট টপ অর্ডারের প্রথম দু’জন। কারণ, স্কোয়াডে থাকা ওপেনারদের কারও পায়ের নিচের মাটিই শক্ত নয়।
অভিষেক হয়ে যাবে তানজিদ হাসান তামিমের। সাথে থাকবেন মোহাম্মদ নাঈম শেখ। ক’দিন আগে এই শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপের ম্যাচেও তারাই ওপেন করেন। এনামুল হক বিজয়কে উড়িয়ে আনা হলেও তাঁকে রাখা হয়েছে মূলত ব্যাক-আপ ওপেনার কাম কিপার হিসেবে।
এরপরের চারটি নাম একাদশে নিশ্চিত নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। সাত নম্বর বাদে বাকি চারজনও নিশ্চিত। তারা হলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তিন পেসার – তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
সাত নম্বরের জন্য কয়েকটা ভাবনা আছে বাংলাদেশের। আফিফ হোসেন ধ্রুব বা শামিম হোসেন পাটোয়ারি খেলবেন এই জায়গায়। যদিও, আফিফ আরেকটু ওপরে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেক্ষেত্রে আরেকটা ব্যবস্থা হতে পারে।
নাইম শেখকে একাদশের বাইরে রেখে তানজিদের সাথে ওপেন করতে পাঠানো হতে পারে শান্তকে। কিংবা আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচের মত আফিফ নিজেও ওপেন করতে পারেন। সেক্ষেত্রে সাতে শামিম থাকবেন। বাড়তি বোলার খেলানোর বিবেচনা থাকলে শেখ মেহেদী হাসানও আসতে পারেন।
যদিও, আফিফের ওপেন করার সম্ভাবনা খুব কম। সব মিলিয়ে এটুকু বলা যায় যে আজ বাংলাদেশের হয়ে একজনের অভিষেক নিশ্চিত। এমনকি অভিষেক হয়ে যেতে পারে দু’জনেরও।
- শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব/শামিম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।