পিএসএল না বাংলাদেশ সিরিজ, পাকিস্তানের ‘প্রায়োরিটি কি?

পিএসএল সময়মত শেষ হবে? হলেও সেটা কতটা স্বস্তিতে হবে, তা বলা কঠিন। আর এর উপরই জড়িয়ে আছে বাংলাদেশ সিরিজের ভাগ্য। পিসিবির প্রায়োরিটি কোনটা? - তাঁরা নিজেরাও সম্ভবত এখন নিশ্চিত না।

সময়ের তাড়ায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের সাথে চলমান উত্তেজনার ঘনঘটা একটু হালকা হয়েছে। অন্যদিকে ২৫ মে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের আগে বিস্তর প্রশ্ন — সময়ের এই সাঁঝবেলায় শেষ হবে তো পিএসএলের বাকি আটটি ম্যাচ?

মে মাসের ১৬ থেকে ১৮ তারিখের মধ্যে পুনরায় শুরু হওয়ার কথা পিএসএলের। প্ল্যানিং টেবিলে সব ঠিকঠাক, কিন্তু মাঠে নামা মানেই তো কেবল কাগজে-কলমে কাজ না — চাই খেলোয়াড়, চাই সমন্বয়, চাই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাঠ।

বিদেশি ক্রিকেটারদের অনেকেই ইতিমধ্যে দেশে ফিরে গেছেন। তাদের ফিরিয়ে আনা এক বড় চ্যালেঞ্জ। আবার দলগুলোকে ১৪ মে রাতের মধ্যে ইসলামাবাদে জড়ো করার পরিকল্পনা করছে পিসিবি। অর্থাৎ হাতে সময় মাত্র কয়েক দিন। এর মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মত দেশের খেলোয়াড়রা পাকিস্তানে এসে খেলতে নারাজ।

কোটি টাকার হিসাব মেলানোর বিষয় আছে। অন্যদিকে দুয়ারে আরেকটি আন্তর্জাতিক সিরিজ। পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজ ভেস্তে গেলে নতুন ভাবে আন্তর্জাতিক ময়দানে কচুকাটা হবে পিসিবি ও পাকিস্তান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল আরব আমিরাতে উড়াল দেবে, খেলবে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। এমন অবস্থায় পিসিবির চিন্তা শুধু খেলার মাঠ ঘিরে নয়, রাজনীতি, লজিস্টিকস, নিরাপত্তা— সব মিলিয়ে এক ভারসাম্যের খেলা চলছে পাকিস্তানে।

তার ওপর আবার নতুন টেনশন— যদি পিএসএলের ফাইনাল গড়ায় ২৩ বা ২৪ মে-তে, তাহলে কি প্রস্তুতি ছাড়া নামবে পাকিস্তান দল বাংলাদেশের বিপক্ষে? বিষয়টা অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়।

পিএসএল সময়মত শেষ হবে? হলেও সেটা কতটা স্বস্তিতে হবে, তা বলা কঠিন। আর এর উপরই জড়িয়ে আছে বাংলাদেশ সিরিজের ভাগ্য। পিসিবির প্রায়োরিটি কোনটা? – তাঁরা নিজেরাও সম্ভবত এখন নিশ্চিত না।

Share via
Copy link