২০১০ সালে বিশ্বকাপের ভবিষ্যৎ বাণী করে ফুটবল বিশ্বে বেশ আলোড়ন ফেলে দিয়েছিলো অক্টোপাস পল। ‘ফাইনালে নেদারল্যান্ডকে হারাবে স্পেন’ – বিশ্বকাপ ফাইনালের আগে করা সেই ভবিষ্যৎ বাণী সত্যি হবার পর থেকে তারকা খ্যাতি পেয়ে যায় পল।
সেই থেকে ফুটবলে কোনো ম্যাচের আগে বিশেষ কোনো প্রাণীর ভবিষ্যৎ বাণী ভক্তদের মধ্যে আলোচনার খোড়াক জোগায়। ইংল্যান্ড ভক্তদের এবার আশার আলো দেখালো এই ‘আধ্যাত্মিক উট’ যা তার ভবিষ্যৎ গণনার জন্য সুপরিচিত। ইরানের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ইংল্যান্ড। গত ইউরোর ফাইনালিস্টদের এবার বিশ্বকাপ জয়ের দাবীদার মনে করছন অনেকেই। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামবে থ্রি লায়নসরা।
মরুর বুকে উট এমনিতেই খুব জনপ্রিয় একটি প্রাণী। এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা গেছে উটের ব্যবহার। তাই উটের ভবিষ্যৎ বাণী আলাদা ভাবে উঠে এসেছে আলোচনায়।
কাগজে কলমে শক্তিশালী হলেও এবার খুব ভালো ফর্ম নিয়ে কাতার আসতে পারেনি হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ইউরোপিয়ান নেশন্স লিগের ছয় ম্যাচের একটিও জিততে পারেনি ইংল্যান্ড। এমনকি হাঙ্গেরির মত দলের কাছেও দুটো ম্যাচ হারতে হয়েছে তাদের।
এর মধ্যে ঘরের মাঠে একটি ম্যাচে তারা হেরেছে ৪-০ গোলে। এমন যাচ্ছেতাই ফর্ম নিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া ইংল্যান্ড সমর্থকদের মনে নিশ্চই উঁকি দিচ্ছিলো পঁচা শামুকে পা কাটার ভয়। কিন্তু ইংল্যান্ড ভক্ত সমর্থকদের অভয় দিচ্ছে এই ভবিষ্যৎ দেখা উট।
কোনো সংশয় ছাড়াই সে রায় দিচ্ছে প্রথম ম্যাচে ইরানকে হারাবে ইংল্যান্ড। যা সাউথগেটের দলের জন্য ম্যাচের আগে একটু হলেও অনুপ্রেরণার। এমনিতে, ৫৬ বছরের বিশ্বকাপ খড়া কাটাতে এবার বেশ কোমড় বেঁধেই নেমেছে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। যদিও থ্রি লায়ন্সদের সাম্প্রতিক ফর্ম ভালো যাচ্ছে না,তবুও প্রথম ম্যাচ খেলতে নামার আগে ইংল্যান্ড সমর্থকদেরও আশার বাণী শোনাচ্ছে রহস্যময় এই উট। এবার মাঠের খেলায় সেই ভবিষ্যদ্বানী সত্যি হলেই হয়।