ক্ষুদ্রতম লক্ষ্যের বিরাট জয়

ক্রিকেট ইতিহাসে যেন এক অবিশ্বাস্য কীর্তি গড়ল পাকিস্তান টিভি (পিটিভি)। প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে তারা সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল) এর বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য রক্ষা করে দুই রানে জয় ছিনিয়ে নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছে এই দল। 

চোখ ছানাবড়া হল। ক্রিকেট ইতিহাসে যেন এক অবিশ্বাস্য কীর্তি গড়ল পাকিস্তান টিভি (পিটিভি)। প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে তারা সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (এসএনজিপিএল) এর বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য রক্ষা করে দুই রানে জয় ছিনিয়ে নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছে এই দল।

১৭৯৪ সালে লর্ডস ওল্ড গ্রাউন্ডে ওল্ডফিল্ড এমসিসির বিপক্ষে ৪১ রান রক্ষা করে ছয় রানে জিতেছিল সেই রেকর্ডই এতদিন অটুট ছিল। এই জয়ের মধ্য দিয়ে ভেঙে গেছে ২৩২ বছরের পুরোনো এই রেকর্ড।

করাচিতে ম্যাচের শেষ অধ্যায়ে দৃশ্যপট ছিল রীতিমতো নাটকীয়। বর্তমান পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদের নেতৃত্বাধীন এসএনজিপিএল ৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থেমে যায় ৩৭ রানেই।

পিটিভির বাঁহাতি স্পিনার আলি উসমান একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। চলতি কায়েদে আজম ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারি এই বোলার ৯ রানের বিনিময়ে তুলে নেন ৬টি উইকেট। তার নিখুঁত সঙ্গ দেন পেসার আমাদ বাট, যিনি দখলে নেন বাকি চারটি উইকেট।

এসএনজিপিএল ২৩৮ রান তুলে নেয় ৭২ রানের লিড। করাচির উইকেট দ্রুত ভাঙতে শুরু করলেও পিটিভির দ্বিতীয় ইনিংস ১১১ রানে শেষ হওয়ায় তখন প্রায় সবাই ধরে নিয়েছিল, জয় বুঝি এসএনজিপিএলের দিকেই যাচ্ছে। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটাই আবার প্রমাণ করল পিটিভির এই অবিশ্বাস্য ডিফেন্স।

এই জয়ের ফলে প্রেসিডেন্টস ট্রফির পয়েন্ট টেবিলে পিটিভি উঠে গেছে দ্বিতীয় স্থানে, আর এসএনজিপিএল নেমে গেছে তৃতীয় স্থানে। চার ম্যাচে তিন জয়ে পিটিভির সংগ্রহ এখন শক্ত অবস্থানে, অন্যদিকে এসএনজিপিএল চার ম্যাচে দুটি জয় ও দুটি হারে রয়েছে। টুর্নামেন্টের শীর্ষ দুই দল সরাসরি জায়গা করে নেবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link