অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম ম্যাচে দুই দলই জিতেছিল দাপটের সাথে। তাই বৃষ্টির কারণে এক পয়েন্ট খুশি হওয়ার সুযোগ নেই তাঁদের সামনে, বরং দুই দলই আক্ষেপে পুড়ছে। আপাতত দুই ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট নিয়ে তাঁদের অবস্থান টেবিলের উপরের দিকেই। কিন্তু সেমিফাইনালের সমীকরণ এখন অনেক বেশি জটিল হয়ে গেলো।
বিশেষ করে দক্ষিণ আফ্রিকার জন্য ব্যাপারটা এখন একটু বেশিই কঠিন হয়ে গিয়েছে। শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ড, তাই শঙ্কার মেঘ জমা হয়েছে প্রোটিয়া আকাশে।
- দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারাবে, অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারাবে
সবচেয়ে সহজ শর্ত বোধহয় এটাই। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচ জিতলে দুই দলই উঠে যাবে সেমিতে।
- দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারাবে, আফগানিস্তান দুই ম্যাচ জিতবে
সত্যি বলতে, সম্ভাবনা অনেক কম। তবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারায় এবং আফগানরা নিজেদের পরবর্তী দুই ম্যাচই জিতে নেয় তাহলে সেরা চারে উঠবে এই দুই দল।
- দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারাবে, আফগানিস্তান এক ম্যাচ জিতবে, একটা হারবে
আবার দক্ষিণ আফ্রিকা জিতলে আফগানিস্তান যদি একটা জেতে, একটা হারে তাহলে অস্ট্রেলিয়াকে সঙ্গী করে সেমিফাইনালে চলে যাবে প্রোটিয়ারা। অর্থাৎ নিজেদের শেষ ম্যাচ জিতলে মোটামুটি সেরা চারে পা দিয়ে রাখবে দক্ষিণ আফ্রিকা।
- দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে হারবে, আফগানিস্তান দুই ম্যাচ জিতবে
দৃশ্যপট বদলে যাবে যদি টেম্বা বাভুমার দল হেরে বসে জশ বাটলারদের কাছে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে। আফগানিস্তান যদি তাঁদের দুই ম্যাচেই জয় তাহলে তাঁদের সেমি নিশ্চিত। আর নেট রানরেটের ভিত্তিতে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যেকোনো এক দল উঠবে পরের রাউন্ডে।
- দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারাবে, আফগানিস্তান এক ম্যাচ জিতবে, একটা হারবে
সম্ভাবনার অঙ্ক এক্ষেত্রে একটু বড়ই হবে, আফগানিস্তান কোন ম্যাচ জিতবে সেটার ওপর নির্ভর করছে সবকিছু। এই যেমন, অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় হাসমতউল্লাহ শহিদীর দল, তাহলে সেমিতে খেলবে ইংল্যান্ড এবং নেট রান রেটের ভিত্তিতে ভাগ্য খুলবে অজি বা প্রোটিয়াদের। অন্যদিকে উল্টোটা হলে সেমিতে চলে যাবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
এছাড়া অন্য যেকোনো ফলাফল টুর্নামেন্ট থেকে ছিটকে দিবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টদের। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে হারলে এবং আফগানিস্তান দুই ম্যাচ হারলে সেমিতে খেলবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।