কলকাতার কোচ হবেন দ্রাবিড়?

ক্যারিয়ারের নতুন এক চ্যালেঞ্জ নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন রাহুল দ্রাবিড়। সদ্যই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ওয়াল’ খ্যাত এই ভারতীয় ক্রিকেটার ভারতকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। তাতে, ভারতের ১৩ বছরের বিশ্বকাপ ক্ষরার অবসান ঘটেছে।

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিতে চান। আর এর জন্য সম্ভাব্য জায়গা হতে পারে কলকাতা নাইট রাইডার্স। এই নাইটদের সর্বশেষ মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। গম্ভীর কলকাতাকে আইপিএল শিরোপা এনে দিয়েই যোগ দেন ভারতীয় জাতীয় দলে। এবার গম্ভীরের ছেড়ে আসা জায়গাটা নিতে পারেন রাহুল দ্রাবিড়।

খোদ গম্ভীরও নাকি তেমনটাই সুপারিশ করে এসেছেন কলকাতার টিম ম্যানেজমেন্টকে। যদিও, এখানে আলোচনায় রবি শাস্ত্রীও আছেন। এদের দু’জনের মধ্য থেকে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কাকে বেছে নেয় – এখন সেটাই দেখার বিষয়!

কলকাতার কোচ এখন চন্দ্রকান্ত পণ্ডিত। এখানে একটা ছোট্ট জটিলতা আছে।  পণ্ডিতের ওপর আস্থা আছে কেকেআরের। তিনি ঘরোয়া ক্রিকেটে ভারতের অন্যতম সফল কোচ। তবে, দ্রাবিড় আসলে তাঁকে মেন্টর না করে কোচের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাই প্রবল।

তবে, দ্রাবিড়কে পাওয়ার লড়াইয়ে এখানে কলকাতার বড় প্রতিদ্বন্দ্বী প্রস্তুত হয়ে আছে। তাঁরা দ্রাবিড়েরই সাবেক দল রাজস্থান রয়্যালস। আর যে দলে খেলেছেন আগে সেই দলের প্রতি স্বাভাবিক ভাবেই পক্ষপাতিত্ব থাকছে দ্রাবিড়ের। এমনকি রাজস্থানের পক্ষ থেকেও অনানুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে যে, তাঁর রাহুল দ্রাবিড়ের সাথে আলোচনা এগিয়ে নিচ্ছে।

লখনৌ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিও নিজেদের কোচিং প্যানেলে পরিবর্তন আনবে। তাঁদের ভাবনাতেও আছে রাহুল দ্রাবিড়। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একটা সময় এই দলের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। আর ব্যাঙ্গালুরুর শিরোপার অচলায়তন ভাঙার জন্য দ্রাবিড়ের চেয়ে আদর্শ আর কেউ হতেই পারেন না।

আসলে যে ফ্র্যাঞ্চাইজিতেই যান না কেন – তাঁদের জন্যই সম্পদ হয়ে উঠতে পারেন দ্রাবিড়। ভারতের দায়িত্বে তাকে প্রায় শতভাগ সফলই বলা যায়। তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে তিনি নিয়ে গেছেন ভারতকে। জিতিয়েছেন একটিতে। আর খেলোয়াড়দের দক্ষতা কাজে লাগিয়ে সর্বোচ্চ ফলাফল বের করায় দ্রাবিড়ের কোনো জুড়ি নেই!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link