ট্রফি জয়ের খুশিতে প্যাড খুলতে ভুলে গিয়েছিলেন রাহুল

পোডিয়ামে সেসময় ভারতীয় খেলোয়াড়দের একে একে ডেকে সাদা জ্যাকেট দেয়া হচ্ছিলো। কোহলি তো আগেই এসে নিয়ে গিয়েছেন নিজেরটা, খানিক পরে আসেন রাহুল; আর তখন দেখা যায় প্যাড না খুলেই চলে এসেছেন তিনি। সেই দৃশ্য আঙুল দিয়ে বাকি সতীর্থদের দেখিয়ে হাসতে শুরু করেন কোহলি। 

অর্জনের খুশি ভুলিয়ে দিতে পারে অনেক কিছু; দুঃখ, কষ্ট মুছে যায় জয়ের আনন্দের কাছে, আবার কখনো কখনো হাতে থাকা ছোট কাজটা করার কথাও মনে থাকে না তখন। এই যেমন লোকেশ রাহুল, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিশ্চিত করার পর এতটাই উচ্ছ্বাসে ভাসছিলেন যে নিজের প্যাড জোড়া খুলতেই ভুলে গিয়েছিলেন। আর সেটা সতীর্থদের দেখিয়ে মজা লুটেছেন স্বয়ং বিরাট কোহলি।

পোডিয়ামে সেসময় ভারতীয় খেলোয়াড়দের একে একে ডেকে সাদা জ্যাকেট দেয়া হচ্ছিলো। কোহলি তো আগেই এসে নিয়ে গিয়েছেন নিজেরটা, খানিক পরে আসেন রাহুল; আর তখন দেখা যায় প্যাড পরেই চলে এসেছেন তিনি। সেই দৃশ্য আঙুল দিয়ে বাকি সতীর্থদের দেখিয়ে হাসতে শুরু করেন কোহলি।

পরে অবশ্য এই উইকেটরক্ষক খুলে রাখেন প্যাড। তবে মজার এ দৃশ্য এড়ায়নি ক্যামেরার চোখ, ভিডিওগ্রাফারের লেন্সে ধরা পড়ে কোহলি আর রাহুলের এমন খুনসুটি।

পরের কথাটুকু তো সবারি জানা, ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় আসতেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মাঝে। আইসিসির একাউন্ট ভরে যায় মিলিয়ন মিলিয়ন লাইক আর কমেন্টে।

অবশ্য লোকেশ রাহুল প্যাড খোলার কথা মাথায় রাখবেনই বা কিভাবে। ফাইনালের জয়সূচক রানটা তো তাঁর ব্যাট থেকেই এসেছে। এরপর পুরো দলের সঙ্গে উদযাপন করতে ব্যস্ত হয়ে যান তিনি।

পুরো টুর্নামেন্ট জুড়েই এই ব্যাটার পারফরম করেছেন, যখনি ভারত চাপে পড়ার মত পরিস্থিতিতে পড়েছে তিনি ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছিলেন। অন্যদিকে বিরাট তো টুর্নামেন্টেরই অন্যতম সেরা পারফরমার ছিলেন; দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি, পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে খেলেছেন ম্যাচ উইনিং ইনিংস।

Share via
Copy link