ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচ। মুল্লানপুরে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। রোমাঞ্চ, চাপ আর উত্তেজনার এই ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ের পাশাপাশিও ছিলো কথার লড়াইও। আর জাসপ্রিত বুমরাহ এবং রাহুল তেওয়াতিয়ার মধ্যকার এক কথোপকথন খেলার মাঠে এনে দেয় ভিন্ন মাত্রা।
ঘটনাটি ঘটে গুজরাটের ইনিংসের ১৮তম ওভারে বল হাতে যখন আসেন জাসপ্রিত বুমরাহ। প্রথম দিকেই এক বিশাল ছক্কা হাঁকান রাহুল তেওতিয়া। কিন্তু পরের বলেই ঠিকমতো টাইমিং করতে না পেরে রান নিতে ব্যর্থ হন তিনি। হতাশ হয়ে নিজের প্রতি কিছু একটা বলে বসেন তেওয়াতিয়া। ঠিক সেই শব্দগুলোই কানে যায় বুমরাহর।
মুহূর্তেই ঘুরে দাঁড়িয়ে তীব্র দৃষ্টিতে তেওয়াতিয়ার দিকে তাকান বুমরাহ। মুখে স্পষ্ট বার্তা— ‘এটা আমাকে বলো না!’ মুহূর্তেই মাঠে নেমে আসে একধরনের চাপা উত্তেজনা।
তবে বিষয়টি আরও বড় হওয়ার আগেই তা স্বাভাবিক হয়ে যায়। তেওয়াতিয়া দ্রুত জানান, তিনি কথাগুলো বুমরাহকে বলেননি, বলেছিলেন নিজেকে। তিনি বলে ওঠেন, ‘আমি তোমাকে বলিনি, নিজেকেই বলছিলাম।’
তেওতিয়ার কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে বুমরাহর। দু’জনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় কয়েক সেকেন্ডেই। বুমরাহ হাত তুলে ইশারা দিয়ে ফিরে যান নিজের বল করার জায়গায়।
বাইশ গজে এক চুলও কেউ কাউকে ছাড় দেন না। তবে মাঠের গণ্ডি পেরিয়ে সবাই তো একে অপরের বন্ধুতে পরিণত হন। তাই তো এই ঘটনাটি আবারও প্রমাণ করে, প্রতিযোগিতা যাইহোক খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ক্রীড়াঙ্গনের সৌন্দর্য বাড়িয়ে তোলে।