এ যেন বৃষ্টি নয় পাকিস্তানের চোখের জল!

বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলেও পাকিস্তানের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাবে তখনই। তাই এখন তাদের ভাগ্য ঝুলছে বৃষ্টিতে।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরেই বিপদে পড়েছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়া এখন নেই তাদের হাতে। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জয়ের পর তাদের তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ডের ম্যাচের দিকে। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলেও পাকিস্তানের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাবে তখনই। তাই এখন তাদের ভাগ্য ঝুলছে বৃষ্টির দিনে দুলতে থাকা গাছের পাতার মত।

লাডারহিলে তিন দিনে গ্রুপ-এ এর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র- আয়ারল্যান্ড এর ম্যাচের একদিন আগে বৃহস্পতিবার সকালে ফ্লোরিডায় বৃষ্টি না হওয়ায় খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। ম্যাচগুলো স্বাগতিক যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হলে এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাবে যুক্তরাষ্ট্র।

অতি বৃষ্টির কারণে ফ্লোরিডা ও তার আশেপাশের এলাকায় বন্যার সতর্ক সংকেত দেওয়া আছে। তাই ম্যাচগুলো মাঠে গড়াবে কি না তা নিয়ে ছিল সংশয়।


তবে মাঠের পরিস্থিতি দেখে আশাবাদী আয়ারল্যান্ড অলরাউন্ডার মার্ক অ্যাডায়ার। দীর্ঘ বৃষ্টির ফলে মাঠের কিছু জায়গায় পানি থাকলেও কর্মীরা অনেকটা জায়গাই শুকিয়ে ফেলেছে।

মার্কিন ব্যাটার স্টিভেন টেলরও বলেছেন মাঠটির পানি নিস্কাশন ব্যাবস্থা ভাল। তিনি আশা করেন যে যদি আর বৃষ্টি না আসে তাহলে মাঠে খেলা গড়াবে।

তবে যুক্তরাষ্ট্রের বাম হাতি বোলার সৌরভ নেত্রভালকার আবহাওয়া নিয়ে মোটেই চিন্তিত নয়। তিনি আশা করছেন যে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি তারা খেলতে পারবেন। আয়ারল্যান্ড গ্রুপে দুইটি ম্যাচ হারার পরেও তাদের সমীহ করছেন এই ফাস্ট বোলার। তবে জয়ের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন সৌরভ নেত্রভালকার ও তার দল।


পাকিস্তানের জন্য ম্যাচগুলো মাঠে গড়ানো সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ দুই জয়ে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ৪ পয়েন্ট নিয়েছে। তাই আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি পরিত্যক্ত হলেও এক পয়েন্ট নিয়ে তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। তাই পাকিস্তান চাইবে ম্যাচটি আয়ারল্যান্ড জিতে যেন পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখে। তবে এ-গ্রুপের শেষ ম্যাচে এই আয়ারল্যান্ডকেই হারাতে হবে পাকিস্তানের।

তবে ফ্লোরিডার বৃষ্টিই সব থেকে বড় চিন্তার কারণ পাকিস্তানিদের জন্য। যদি কোনো একটি ম্যাচে বৃষ্টি হানা দেয় তবে সেই বৃষ্টির জলেই চলে যাবে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...