দুর্বার রাজশাহীর দূর্দান্ত ‘বাউন্স’ ব্যাক

রংপুর রাইডার্সকে দুই ম্যাচের দুইটিতে হারিয়েছে টালমাটাল রাজশাহী। অনবদ্য 'বাউন্স ব্যাক'। 

রোমাঞ্চের শেষটায় দুর্বার রাজশাহীর দূর্দান্ত জয়। ফ্রাঞ্চাইজির অবস্থা যাচ্ছেতাই। কিন্তু মাঠের খেলায় খেলোয়াড়দের নিবেদনের নেই কোন কমতি। রংপুর রাইডার্সকে দুই ম্যাচের দুইটিতে হারিয়েছে টালমাটাল রাজশাহী। অনবদ্য ‘বাউন্স ব্যাক’।

ম্যাচের আগেই বিদেশি খেলোয়াড়রা বয়কট করলেন ম্যাচ। নিয়মের বাইরে গিয়ে সব দেশী খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স প্রতিশোধের আগুন পুষে রেখেছিল নিজেদের মধ্যে। কিন্তু প্রতিশোধের আগুন ফিকে হয়েছে নিজেদের প্রমাণ করবার দুর্বার ইচ্ছে শক্তির কাছে।

লো স্কোরিং ম্যাচে, রোমাঞ্চের পারদ ছুঁয়েছে সেই কুয়াশায় ঢাকা নীলাম্বর। শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিন তিন ছক্কায় ম্যাচ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ। বঞ্চনার জবাবটা কিভাবে দিতে হয় তাই দেখাল দুর্বার রাজশাহী। বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরি।

রংপুরের ব্যাটিং দূর্গকে চূর্ণ করার কাজটা তিনিই শুরু করেছিলেন। প্রথমে ব্যাট করে মাত্র ১১৯ রানের পুঁজি মামুলি।স্বল্প পুঁজিতে নিজেদের অবজ্ঞার জবাবে দারুণ কিছু করতে হতো মৃত্যুঞ্জয়দের। তাইতো তিনি তুলে নিলেন চার উইকেট। নিজের কোটার ওভারে দিয়েছেন মোটে ১৮ রান।

দলের বাকি বোলাররাও এদিন এগিয়ে এলেন। উইকেট শিকারের যাত্রায় তারাও যুক্ত হলেন। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা নিজেদের নিঙড়ে দিলেন। নির্ভার খেলোয়াড়রা চাইলে যে এভারেস্টকে হার মানাতে পারে সেটাই বরং করে দেখাল দুর্বার রাজশাহী।

ঘুনাক্ষরেও হয়ত কেউ টের পায়নি, কাগজে-কলমে দূর্বল দলটা, স্রেফ স্বদেশী খেলোয়াড়দের জোরে গোছানো রংপুরকে হারিয়ে দেবে। একটা বার ভাবুন তো এই দলটাও গোছানো হলে, তারা নিশ্চয়ই শিরোপার দাবি জানাতো প্রথম থেকেই। যদিও এখনও সুযোগ হাতছাড়া হয়ে যায়নি।

রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ারের পথেই রয়েছে দুর্বার রাজশাহী। দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। যদিও বাকিদের তুলনায় ম্যাচ খেলেছে বেশি। অন্দরমহলে কোন্দল নিয়েও কোয়ালিফায়ারের জন্যে লড়াই চালিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়।

দুর্বার রাজশাহীর স্বদেশী খেলোয়াড়রা অন্তত জানান দিল, সম্মান আর সম্মানি ঠিক মত পেলে, তারা সবটুকু নিঙরে দিতে প্রস্তুত। ম্যাচের আগেই তো দেশীয় খেলোয়াড়রা পেয়েছিলেন পেমেন্ট চেক।

Share via
Copy link