বিশ্বকাপের উদ্বোধনী জুটি খুঁজছে পাকিস্তান

ওপেনিং জুটিতে লম্বা ইনিংস খেলতে প্রতিবারই ব্যর্থ হচ্ছে পাকিস্তান। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবারো মিললো তাঁর প্রমাণ। তাই তো পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা জানালেন পাকিস্তানের ওপেনিং জুটিতে কাদের রাখা উচিত।

রমিজ তাঁর ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন। বিশেষ করে ওপেনিং জুটির। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিং ব্যাটাররা তাঁদের মাঝে আহামরি কোনো জুটি গড়তে পারেননি। বিশেষ করে নবাগত সায়িম আইয়ুবকে ২২ গজে টিকে থাকতে বেশ পরিশ্রম করতে হয়েছে। তাই স্থায়ী এবং অভিজ্ঞ ওপেনিং জুটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

তাছাড়া তাঁদের ঘন ঘন চ্যালেঞ্জের মুখোমুখী হওয়ার দিকটিও তুলেন ধরেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি মনে করি এখনো পাকিস্তান দলের অনেক প্রশ্নের উত্তর দেয়া বাকি আছে। এই সিরিজে কোনো কিছুরই সমাধান হয়নি। বরং সমস্যাগুলোই বারবার সামনে আসছে।’

ওপেনিং জুটি নিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের ওপেনিং জুটি এখনো ঠিক মত ২২ গজে স্থির হতে পারছে না।। সে (সাইম আইয়ুব) তাঁর কৌশলেই প্রথম দুই ম্যাচ খেলেছে। তবে তিন নাম্বার ম্যাচে তাঁর কৌশলগুলি কাজে লাগাতে পারেনি। যা তাঁর জন্য ম্যাচটিকে আরো কঠিন করে তুলেছে। তবে আগামীতে সে যতই সফলতার মুখ দেখবে, ততই আত্মবিশ্বাস ফিরে পাবে। বাবর আজমও এমন একটা সময় পার করেছেন। তখন তাঁর প্রতিভা থাকলেও, ছিল না কোনো আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি ইনিংসের শুরুতেই উইকেট হারাচ্ছে পাকিস্তান। যা রানের চাকাকে ধীর করে দিচ্ছে। ওপেনিং জুটিতে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকেই খেলানো উচিত। আমার মনে এটাই তাঁদের সেরা সুযোগ। আর তাঁদের উচিত সুযোগের সঠিক ব্যবহার করা। তাছাড়া এই জুটি পরীক্ষীত। এই দুই ক্রিকেটার ম্যাচের শুরুতে নেমে লম্বা ইনিংস খেলতে সক্ষম।’

আগামী জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ৯ জুন দ্যা নিউ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। তাই এখন থেকেই ছোট ছোট সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে পাকিস্তানকে। নয়তো বিশ্বকাপে ভুলের মাশুল হিসেবে লজ্জা ছাড়া কিছুই পাবে না বাবর-রিজওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link