বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর এখনও বহু দূরের পথ। তবে, দলগুলো থেমে নেই। বিশেষ করে রংপুর রাইডার্স বেশ উঠে পড়েই লেগেছে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি আসর সামনে রেখে খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে রীতিমত চমক দেখাচ্ছে রংপুর রাইডার্স।
একের পর এক তারকাকে দলে ভেড়াচ্ছে তাঁরা। দেশের সবচেয়ে বড় তারকা থেকে শুরু করে পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান – সব জায়গার সেরা টি-টোয়েন্টি তারকাদের নিজেদের দলে সামিল করছে দলটি।
তাঁরা দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরানকে। রংপুর রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ক্যারিবিয়ান এ তারকার দলভূক্ত হওয়ার খবরটি জানায়। এর আগে রংপুর রাইডার্স তাদের দলে আইকন ক্রিকেটার হিসেবে ভিড়িয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে। সাকিব অবশ্য এর আগেও খেলেছেন রংপুর ফ্র্যাঞ্চাইজিতে। তবে, তখন মালিকানা ছিল ভিন্ন।
এখানেই চমকের শেষ নয়। এই মুহূর্তে সেরা ব্যাটারদের র্যাংকিং করতে বসলে যার নাম আগে আসে, সেই বাবর আজমের সাথে চুক্তির ঘোষণা দিয়েছে তাঁরা। এর আগেই অবশ্য জানা গিয়েছিল, প্রায় একই সময়ে দুবাইয়ে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি) হলেও বাবর বেছে নিবেন বিপিএলকেই।
যদিও আইএলটির একটি দলের কাছ থেকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন বাবর। তবে সেটি তিনি প্রত্যাখ্যান করে খেলবেন বিপিএলের পুরো আসর পর্যন্তই।
শুধু সাকিব,বাবর, কিংবা পুরান নয় রংপুর রাইডার্স নজর দিয়েছে স্থানীয় ক্রিকেটার ভেড়ানোর ক্ষেত্রেও। আগের বিপিএলে রংপুরের হয়ে খেলা নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ আর শেখ মাহেদীকে ধরে রেখেছে তাঁরা।
রংপুর রাইডার্সের চমকের শেষ এখানেই নয়। তাদের পরের চমক হিসেবে আসছে লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও এখনও অফিশিয়াল ঘোষণা আসেনি। তবে হাসারাঙ্গাকে নিয়ে তাঁরা এক পোস্টে দুটি ক্লু যুক্ত করে দেয়। যেখানে প্রথম ক্লুতে লেখা হয়, তিনি একজন স্পিন অলরাউন্ডার। ওয়ানডে ইতিহাসে তৃতীয় বোলার, যিনি অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়েন।
আর শেষ ক্লুতে বলা হয়েছে, লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) সর্বশেষ আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এই ক্লুর পর আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, চুক্তিবদ্ধ খেলোয়াড়টি হলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার হাসারাঙ্গা।
এমনিতে সর্বশেষ বিপিএলেও রংপুর রাইডার্সে ছিল তারকার ছড়াছড়ি। আগের আসরে এই দলের হয়ে খেলেছিলেন শোয়েব মালিক, মুজিব উর রহমান, হারিস রউফের মতো ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতায় এবারও টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের উপরেই চোখ রাখছে ফ্রাঞ্চাইজিটি। এখন দেখার পালা, খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে আর কত চমক দেখায় রংপুর রাইডার্স।