বিরল রেকর্ডের বুকে ভারতের প্রথম প্রতিনিধি জাসপ্রিত

আপনি জাসপ্রিত বুমরাহের উপর থেকে চোখ সরাতেই পারবেন না। হয় তিনি দুর্ধর্ষ কিছু একটা করে বসবেন, নতুবা রেকর্ডের পাতায় নিজের নামটি তুলে নেবেন।

আপনি জাসপ্রিত বুমরাহের উপর থেকে চোখ সরাতেই পারবেন না। হয় তিনি দুর্ধর্ষ কিছু একটা করে বসবেন, নতুবা রেকর্ডের পাতায় নিজের নামটি তুলে নেবেন। এই যেমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে তিনি ইতিহাসের বিরল রেকর্ডে নিজের নামটি জুড়ে ফেললেন। একমাত্র ভারতীয় হিসেবে তিনি প্রবেশ করেছেন শিকারি বোলারদের এলিট তালিকায়।

এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুর স্পেলেই একটা উইকেট পেতে পারতেন হার্দিক পান্ডিয়া। বাউন্ডারি লাইনে ক্যাচ লুফে নিয়েও শেষ অবধি তা আর নিজের দখলে রাখতে পারেননি শিভাম দুবে। কোন প্রকার গোসসা না করে, হাততালিতে ছক্কা বাঁচানোর জন্য অভিবাদন জানিয়েছিলেন জাসপ্রিত।

তিনি জানতেন  তিনি এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। একটি উইকেট পেলেই টি-টোয়েন্টিতেও তার নামের পাশে লেখা হবে ১০০ উইকেট। তবুও তিনি কোন অযাচিত প্রতিক্রিয়া দেখাননি। তিনি এটাও জানতেন এই ম্যাচেই সেই মাইলফলক স্পর্শ করবেন। নিজের প্রতি সেই বিশ্বাসের প্রতিফলন তিনি ঘটালেন ঠিকই।

দক্ষিণ আফ্রিকার পরবর্তী তারকা ভাবা হচ্ছে যাকে, সেই ডেওয়াল্ড ব্রেভিসকে নিজের ১০০তম টি-টোয়েন্টি উইকেটে পরিণত করেন জাসপ্রিত বুমরাহ। আর এরই মধ্য দিয়ে তিন ফরম্যাটেই ১০০ উইকেট শিকারি বোলারদের তালিকায় যুক্ত হয়ে যান জাসপ্রিত বুমরাহ। ভারতের আনঅর্থোডক্স পেসার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ার ব্রত নিয়েই হাজির হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের মহামঞ্চে।

তাইতো স্রেফ পঞ্চম বোলার হিসেবে, তিন ফরম্যাটেই ১০০ উইকেট শিকারিদের ক্লাবে প্রবেশ করেছেন জাসপ্রিত। ভারতীয় বোলারদের মধ্যে প্রথমবারের মত তিনি গড়লেন এই কীর্তি। তিন ফরম্যাটে ১০০ উইকেটের তালিকায় আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link