ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) লাভের অংশ থেকে ৩৮.৫ শতাংশ পাবে ভারত। অর্থের পরিমাণ দাঁড়াবে ১৯৬৮ কোটি টাকা। তবুও তাতে সন্তুষ্ট নন রবি শাস্ত্রী।
আইসিসি ২০২৪-২৭ চক্রে ভারতকে ৩৮.৬ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা তালিকার সর্বোচ্চ। এরপরের অবস্থানে রয়েছে ইংল্যান্ড — পাবে ৬.৮৯ শতাংশ।
তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ। হিসাব করলে এদের থেকে ভারতের লাভের পরিমাণ ছয় গুণেরও বেশি। এছাড়াও নয়টি পূর্ণ সদস্য দেশ পাবে লাভের ১২ শতাংশ।
তাই তো এমন ভাগ বণ্টনে অনেকের চক্ষুশূল হতে হয়েছে ভারতকে। তবে রবি শাস্ত্রীর কাছে এই লাভের অংশটা মোটেও যথেষ্ট নয়।
‘উইজডেন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই ভারত আরও বেশি লভ্যাংশ পাক। আইসিসি যে অর্থ পায় তার বেশির ভাগটাই আসে ভারতের কাছ থেকে। তাই ভারতকেও সঠিক লভ্যাংশ দেওয়া দরকার।’
তাঁর মতে, ন্যায্যতার বিচারেই ভারতের আরও বেশি অর্থ প্রাপ্য। এ নিয়ে আরও বলেন, ‘সঠিক ভাবেই আইসিসি-র আয়ের আরও বেশি অংশ চাইতে পারে ভারত।
ওরা যখন বিদেশে যায়, তখন সম্প্রচারস্বত্ব থেকে কত টাকা ওঠে, সেটা খেয়াল করে দেখুন। আমাদের দেশে এলে কত টাকায় সম্প্রচারস্বত্ব বিক্রি করা হয়, সেটা দেখুন। আমার মতে, আরও বেশি টাকা পেলে তবেই সঠিক বিচার হবে।’
অবশ্য তাঁর এই কথা অনেকটাই যুক্তিসঙ্গত। বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য যেমন রয়েছে, তেমনই ক্রিকেটের পেছনে তাঁদের অবদানটাও নেহাত কম নয়।