শত প্রচেষ্টা করেও জাদেজা পরাজিত সৈনিক

শেষ দুই বলে পাঁচ রানের সমীকরণে একটি বাউন্ডারি হাঁকাতে পারলেই জয়ের দেখা পেয়ে যেতে পারত চেন্নাই। কিন্তু জাদেজা পারেননি। 

তরবারি হাতে রবীন্দ্র জাদেজা হতে পারলেন না বিজয়ী। কতকাল বাদে ব্যাট হাতে নিজের স্বরুপে ফিরেছিলেন তিনি। কিন্তু তবুও পরাজিত সৈনিকের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিপক্ষে। শেষ ওভারের শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ শেষে সকল পরিশ্রমই যেন হাওয়াই মিঠাই।

৪৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজা। ২১৪ রানের লক্ষ্যে আস্কিং রানরেটের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন। হিসেব কষে বাইশ গজে দৌড়ে বেড়িয়েছেন। ১৭ বছরের এক কিশোরকে দেখিয়েছেন পথ। দিয়েছেন আস্থা, জুগিয়েছেন ভরসা।

সেই ভরসা আয়ুশ মাহত্রের রানের পালে দিয়েছে প্রবল হাওয়া। তাইতো নির্ভীক বদনে তিনি ব্যাট চালিয়ে দলের জয়কে এনেছিলেন সন্নিকটে। তার পাশেই তাল মিলিয়ে রানের চাকা সচল রাখছেন ১৭ বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা রবীন্দ্র জাদেজা।

এই দুই জনে মিলে চেন্নাই সুপার কিংসের স্কোরবোর্ডে জড়ো করেছেন ১১৪ রান। ৬৪ বলের সেই জুটিতেই জয়ের স্বপ্ন বুনছিল। একই মৌসুমে দুই দফা চেন্নাইকে কখনোই হারাতে পারেনি ব্যাঙ্গালুরু। সেই পরিসংখ্যানও তাদের পক্ষেই ছিল। রবীন্দ্র জাদেজার প্রতিটি ব্যাটের প্রহারে ব্যাঙ্গালুরুর খেলোয়াড়দের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

আট চার ও দুই ছক্কার ইনিংসটিতে তিনি শেষ অবধি অপরাজিত থেকেছেন। কিন্তু আক্ষেপের আগুনে ঠিকই পুড়ে ছাই হয়েছেন ম্যাচ শেষে প্রতি মুহূর্তে। শেষ দুই বলে পাঁচ রানের সমীকরণে একটি বাউন্ডারি হাঁকাতে পারলেই জয়ের দেখা পেয়ে যেতে পারত চেন্নাই। কিন্তু জাদেজা পারেননি।

অভিজ্ঞতার সাগরে হাবুডুবু খাওয়া জাদেজাকে সন্তুষ্ট থাকতে হয়েছে এক রান নিয়ে। শেষ বলে শিভাম দুবেও পারেননি জয়ের সমীকরণ মেলাতে। বিবর্ণ মৌসুমে আরও এক পরাজয়ের তিক্ততা যুক্ত হয়েছে চেন্নাইয়ের ঝুলিতে। তারুণ্য কিংবা অভিজ্ঞতা- কোন কিছুতেই আসছে না কাঙ্ক্ষিত সফলতা।

Share via
Copy link