তিন আফগানের দিকে রয়েছে ব্যাঙ্গালুরুর নজর

এখন দেখবার বিষয় শেষ অবধি কয়জনকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে আইপিএলে যে আরও অন্তত একজন আফগান ক্রিকেটার যুক্ত হচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। 

আফগান ক্রিকেটারদের কদর তো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যাপক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও এর বাইরে না। আইপিএল যত ঘনিয়ে আসছে, ততই আরও বেশ কয়েকজন আফগানিস্তানের ক্রিকেটার সংযুক্ত হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর রাডারে রয়েছেন তিনজন আফগান ক্রিকেটার।

নাভিন-উল হক, গেল বছরের আইপিএল খেলেছেন। কিন্তু ২০২৫ আসরের আগে হওয়া মেগা নিলামে তিনি দল পাননি। এখন যেন তার দল পাওয়ার সম্ভাবনা বাড়ছে। রয়্যাল চ্যালেঞ্জার্সের পেস বোলিং আক্রমণ মন্দ নয়। ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল ছাড়াও বিদেশি লুঙ্গি এনগিডি রয়েছে তাদের দলে। তবুও আরও একজন পেসার প্রয়োজনবোধ করছে ব্যাঙ্গালুরু ফ্রাঞ্চাইজি।

সেদিক বিবেচনায় নাভিনকে পছন্দের তালিকায় রেখেছে ফ্রাঞ্চাইজিটি। তাকে দিয়ে মাঝের ওভারের কাজ যেমন চালানো যাবে, ঠিক তেমনি ডেথ ওভারেও নাভিন হতে পারেন দুর্ধর্ষ। কিন্তু নাভিনকে নেওয়ার আগে নতুন সৃষ্টি হওয়া শূন্যতা পূরণ করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

জ্যাকব বেথেলের ইনজুরি শূন্যতা সৃষ্টি করেছে। তাইতো ইব্রাহিম জাদরানের দিকে নজর রয়েছে ব্যাঙ্গালুরুর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য এক ইনিংস খেলেছেন ইব্রাহিম জাদরান। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত  রানের রেকর্ডটা এখন তার দখলে। এমন একজন ব্যাটারের অন্তর্ভুক্তি ব্যাঙ্গালুরুর ব্যাটিংয়ের শক্তিই বাড়াবে।

কিন্তু জ্যাকব বেথেল মূলত একজন অলরাউন্ডার। অফ স্পিন বোলিংটা তিনি করতে জানেন। লাইক-টু-লাইক বিকল্প হিসেবে আফগানিস্তানের মোহাম্মদ নবী রয়েছেন। অভিজ্ঞতার বিচারে তাকেই প্রাধান্য দেওয়ার কথা ভাবছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেক্ষেত্রে বয়সও বাঁধা হয়ে দাঁড়াবে না। কেননা এখনও যে পারফরমেন্সের ধার কমেনি নবীর।

এখন দেখবার বিষয় শেষ অবধি কয়জনকে দলে ভেড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে আইপিএলে যে আরও অন্তত একজন আফগান ক্রিকেটার যুক্ত হচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত করেই বলা যায়।

Share via
Copy link