বেনজেমার জায়গায় রিয়ালে আসছেন কেইন!

২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর রিয়ালের ত্রাতা হয়ে হাজির হয়েছিলেন রিয়ালের বিখ্যাত বিবিসি ত্রয়ীর সবশেষ কান্ডারী করিম বেনজেমা।

রিয়াল মাদ্রিদকে ক্যারিয়ারের শেষ ভাগটায় এসে উজার করে দিয়েছেন এই স্ট্রাইকার। জিতেছিলেন বিশ্বসেরা ফুটবলারের খেতাবও। সার্জিও রামোস মাদ্রিদ ছাড়ার পর অধিনায়কত্বের আর্মব্যান্ডও উঠেছিলো বেনজেমার হাতেই।

সেই বেনজেমা রিয়াল ছেড়ে সৌদি আরবের আল ইত্তিহাদে যোগ দেবার পর তাই বিরাট এক শূন্যতাই তৈরি হয়েছে রিয়ালে। নেতৃত্বের জায়গায় তো বটেই, বেনজেমার পজিশনে যোগ্য কাউকে খুঁজে পাওয়াই রিয়ালের জন্য বিরাট এক চ্যালেঞ্জ এখন। রিয়ালের নজর আপাতত টটেনহামের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের দিকে।

বেনজেমার শূন্যস্থান পূরণে কেইনকে দলে ভেরাতে বেশ তোরজোর চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানাচ্ছে, কেইনের জন্য ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবার প্রস্তুতি নিচ্ছে রিয়াল। তবে ১২০ মিলিয়ন ইউরোর নিচে কেইনকে ছাড়তে চায় না স্পার্সরা।

স্ট্রাইকার হিসেবে বেনজেমার যোগ্য উত্তরসূরীই হতে পারেন কেইন। টটেনহামের জার্সিতেও দারুণ সফল ইংল্যান্ড অধিনায়ক। স্পার্সদের জার্সিতে ৪৩৫ ম্যাচে মাঠে নেমে ২৮০ গোল করেছেন এই স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা অ্যালেন শেরারের রেকর্ড ভাঙা থেকে আর মাত্র ৪৭ গোল দূরে আছেন কেইন।

তবে শুধু কেইনই নন, নাপোলির ভিতর ওসিমহেন, ইন্টারের লাউতারো মার্টিনেজ, চেলসির কাই হাভার্টস আর জুভেন্টাসের দুসান ভালহোভিচও আছেন রিয়ালের সম্ভাব্য লিস্টে। এদিকে বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার জুড বেলিংহামকে দলে ভেরানো প্রায় নিশ্চিত করে ফেলেছে লস ব্লাংকোরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link