সাকিব-হেরাথের পরামর্শেই সফল মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামার আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বল হাতে অনবদ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে এই স্পিনার জানিয়েছেন সাকিব আল হাসান ও স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের পরামর্শেই সফল হয়েছেন তিনি।

আজ ১৬ ওভার বল করে ৬৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন মিরাজ। আরেক স্পিনার নাঈম হাসান উইকেট না পেলেও সাকিব আল হাসান ৩৪ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট। মিরাজ মনে করেন স্পিনাররা ভালো করলে দলের অনেক উপকার হবে।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌ স্পিনাররা খুব ভালো বল করেছে। সাকিব ভাই ভালো শুরু করেছে। এটা আমাদের দলের জন্য ভালো দিক যে আমরা স্পিনাররা উইকেট পেয়েছি। আমরা স্পিনাররা উইকেট পেলে দলের অনেক উপকার হবে। সাকিব ভাই দলে থাকলে আমাদের স্পিনারদের জন্য আলাদা সুযোগ থাকে। সাকিব ভাই যখন থাকে তখন বিভিন্ন উপদেশ দেয়। আজকের ম্যাচেও বলেছে কি ভাবে করলে ভালো হবে। ঐ ভাবে করার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি।’

জিম্বাবুয়ে সফরের আগে স্পিন বোলিং কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ। মিরাজ জানিয়েছেন হেরাথ তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের সাথে। এই স্পিনার মনে করেন হেরাথের পরামর্শ মেনে চললে অনেক উপকার হবে তাদের।

মিরাজ বলেন, ‘আমাদের যে নতুন কোচ আছে সে অবশ্যই তাঁর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে। সে তো অনেক সফল বোলার। তিন চার দিন আমাদের বোলারদের নিয়ে কাজও করেছে। আমি মনে করি সে আমাদের নিয়ে যে কাজ করতেছে আশা করি আমরা উন্নতি করতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে। আরেকটা জিনিস ও মানসিক ভাবে অনেক শক্ত ও সমর্থন দেয়। ওর পরামর্শে কাজ করতে পারলে অনেক উপকার হবে।’

প্রস্তুতি ম্যাচে বোলারদের সাথে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরাও। প্রথম দিন ২ উইকেট হারিয়ে ৩১৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করে ছিলেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। মিরাজ মনে করেন এই প্রসেসে খেলতে পারলে ব্যাটসম্যানরা অনেক রান করতে পারবে।

এই অলরাউন্ডার বলেন, ‘আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটসম্যানরা অনেক পজেটিভ খেলেছে। আশা করি এই আত্মবিশ্বাসটা টেস্ট ম্যাচে আমাদের উপকার দেবে। প্রসেস অনুযায়ী এভাবে খেলতে পারলে ব্যাটসম্যানরা ভালো ক্রিকেট খেলবে এবং অনেক রান করতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link