আন্ডার দ্য টেবিল, হার্দিক পান্ডিয়ার পিছনে ১০০ কোটি ব্যয় মুম্বাইয়ের?

অনেক নাটকীয়তার পর ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। এই দলবদলে মুম্বাইকে অবশ্য বেশ বড় অঙ্কই ব্যয় করতে হয়েছে।

জানা গিয়েছিল, ১৫ কোটি রুপিতে গুজরাট ছেড়ে নিজের পুরোনো ঠিকানায় ফিরেছিলেন পান্ডিয়া। তবে, এবার জানা গেল ১৫ কোটি নয়, পান্ডিয়াকে কিনতে ১০০ কোটি রুপি খরচ করতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে।

ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে কিনতে ১৫ কোটি রুপি খরচ হলেও ট্রান্সফার ফি বাবদ প্রায় ১০০ কোটি রুপি গুনতে হয়েছে নিতা আম্বানির দলকে। মূলত ফ্র্যাঞ্চাইজির মালিকানার ভিন্নতার কারণে পান্ডিয়াকে নিতে এত অর্থ খরচ করতে দিয়েছে মুম্বাইকে।

গুজরাটের মালিক সিভিসি ক্যাপিটালস একটি বিনিয়োগ সংস্থা। সেখানে আরও ৪০টি কোম্পানির বিনিয়োগ আছে। ঠিক এই কারণেই গুজরাট থেকে কোনও ক্রিকেটার কিনতে হলে ট্রান্সফার ফি বাবদ অনেক বেশি অর্থ দিতে হয়েছে মুম্বাইকে। যদিও এই বিষয়ে গুজরাট কিংবা মুম্বাই কর্তৃপক্ষ থেকে কিছুই জানা যায়নি।

এদিকে, মুম্বাইয়ে যোগ দেওয়ার পরই রোহিত শর্মাকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে পান্ডিয়ার নাম ঘোষণা করেছে আইপিএল ইতিহাসের অন্যতম সফল এ ফ্র্যাঞ্চাইজিটি। তবে, চোটের কারণে আইপিএলে এখন পর্যন্ত তাঁর খেলা নিয়েই রয়েছে শঙ্কা। আর তেমনটি হলে যে, বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে মুম্বাই।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link