১৭ মে থেকে আবারও পূর্ণ উদ্দ্যমে মাঠের খেলায় ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অধিকাংশ দর্শকরদের ধারণা ছিল প্রতিদিন দু’টো করে ম্যাচ আয়োজিত হবে বিরতির পর। কিন্তু তেমনটি হচ্ছে না। কেমন হতে চলেছে আইপিএলের পরিবর্তীত সূচি?
সংহাতের ধাক্কায় ম্যাচ চলাকালীন থেমে গিয়েছিল আইপিএল এর ১৮ তম আসর। লিগ পর্বের ১২টি ম্যাচ এখনও বাকি। সেই ১২ ম্যাচের সাথে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটিও পুনঃরায় অনুষ্ঠিত হবে। মোট ১৩টি ম্যাচ খেলা হবে লিগ পর্বে। এরপর যথারীতি হবে প্লে-অফ ও ফাইনাল।
তবে এবারে ততটাও বিস্তৃত পরিসরে আয়োজিত হচ্ছে না আইপিএল। মোট ছয়টি ভেন্যুতে সীমাবদ্ধ থাকছে গোটা আয়োজন। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে পুনঃরায় আইপিএল শুরু হচ্ছে। সেই ম্যাচটি আয়োজিত হবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
এরপর যথারীতি সূচি অনুযায়ী ম্যাচ আয়োজিত হবে। এছাড়া স্রেফ দু’টো রবিবারে দু’টো করে ম্যাচ আয়োজিত হবে। বাকি দিনগুলোতে হবে একটি করে ম্যাচ। এই ধারাতে ১৩টি ম্যাচ শেষ করতে সময় লেগে যাবে ২৭ মে অবধি। তারপর স্বাভাবিক নিয়মে টেবিলের শীর্ষে থাকা দু’টো দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। সেটি অনুষ্ঠিত হবে ২৯ মে।
৩০ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের মধ্যকার এলিমিনেটর। এরপর পহেলা জুন দ্বিতীয় কোয়ালিফায়ার। একদিন বাদ দিয়ে তেসরা জুন অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। আপাতত এভাবেই এগিয়ে যাচ্ছে আইপিএলের সূচি, যদিনা মাঝপথে আসে কোন বাঁধা।
তবে আরেকটা প্রশ্ন নিশ্চয়ই উঁকি দিচ্ছে, পাঞ্জাব ও দিল্লির মধ্যকার থমকে যাওয়া ম্যাচটি কিভাবে আয়োজিত হবে? প্রথমত ভিন্ন ভেন্যুতে সেই ম্যাচটি আয়োজিত হবে। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে ম্যাচটি। ১০.১ ওভারে থেমে যাওয়া ম্যাচটি একেবারে শুরু থেকেই শুরু হবে। তেমনটি জানা গেছে পাঞ্জাব কিংসের পেসার আর্শদ্বীপ সিংয়ের এক ভিডিও বার্তায়।