রিশাদ হোসেন নিশ্চয়ই এই রাতটা মনে রাখবেন অনেকদিন। টিম হোটেলের দরজা খুলেই চোখের সামনে দেখলেন দাঁড়িয়ে আছেন শাহীন শাহ আফ্রিদি। সাথে সিকান্দার রাজা, লম্বা একটা সালাম দিয়ে পরিস্কার বাংলায় জিজ্ঞেস করলেন, ‘কেমন আছো? ভাল?’
সাথে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও পাশ থেকে বলে উঠলেন, ‘আমি তোমাকে ভালবাসি।’ রাজা মনে হয় একটু বেশিই খোশ মেজাজে ছিলেন। রিশাদকে জিজ্ঞেস করলেন, ‘তুমি আমার বন্ধু হবে?’
দারুণ একটা অভ্যর্থনা পেলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) গিয়ে বাংলা ভাষায় অভ্যর্থনা, এ যেন মরুভূমিতে এক ফোঁটা পানির খোঁজ করা!
লাহোর কালান্দার্স দলের হয়ে আরও উপস্থিত ছিলেন দলের মালিক সামির রানা। দলের মালিক রিশাদকে বললেন, ‘ওয়েলকাম টু লাহোর কালান্দার্স ফ্যামিলি!’
রাওয়ালপিন্ডিতে তখন মাঝরাত। সিকান্দার রাজাকে সাথে নিয়ে তখন দলের সবাইকে চমকে দিতে বের হয়েছিলেন সামির রানা। সেখানে অধিনায়ক আফ্রিদিও ছিলেন।
অভিযানে দলের শিকার ছিলেন এদিন শ্রীলঙ্কার কুশল পেরেরা, নামিবিয়ার ডেভিড উইসে কিংবা ইংল্যান্ডের টম কারেনরা। অবশ্য অভিনব এই অভ্যর্থনা সবারই খুব মনো:পুত হয়েছে।