বিগ ব্যাশে রিশাদের শিকার শুরু

কিন্তু তাতেও নিশ্চয়ই রিশাদের হতাশ হওয়ার কিছু নাই। কেননা, ৩৩ রান হজমের পরও তিনিই দলের সেরা বোলার।

পিটার সিডলের ১৪১ কিলোমিটার প্রতি ঘন্টার ইয়োর্কার ঠেকিয়ে দিলেন রিশাদ হোসেন। সেটাই বরং আভাস দিচ্ছিল, রিশাদের দৃঢ়তা ও একাগ্রতা। বিগ ব্যাশে নিজের প্রথম উইকেটের দেখা তিনি পেলেন অবশেষে। এদিন মেলবোর্ন স্টার্সের ওপেনিংয় জুটি ভেঙে হোবার্ট হারিকেন্সকে ব্রেকথ্রু এনে দেন রিশাদ হোসেন।

নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন রিশাদ। থমাস রজার্সকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তিনি। পাওয়ার প্লে-এর শেষ ওভারে একটা ব্রেকথ্রু ভীষণ প্রয়োজন ছিল হোবার্টের। বিনা উইকেটে ৪৬ রান তুলে ফেলেছিল মেলবোর্ন স্টার্স। এমন সময়ে হোবার্টের অধিনায়ক নাথান এলিস রেখেছিলেন রিশাদের উপর ভরসা।

তার উপর আস্থা রাখলে যে তিনি প্রতিদান দেন- সে প্রমাণ তো তিনি দিয়েছেন নিজেকে বির্বতিত করে। সাদামাটা এক লেগ স্পিনার থেকে ক্রমশ হয়ে উঠছেন দুর্ধর্ষ ঘূর্ণি জাদুকরে। এরপর নিজের দ্বিতীয় ওভারে আবারও রিশাদ আঘাত হানেন স্টার্স দূর্গে। এদফা আরেক ওপেনার জো ক্লার্ক পরিণত হয়েছেন রিশাদের শিকারে।

এদিন হোবার্টের স্কোরবোর্ডে খুব বেশি রান ছিল না। স্রেফ ১৫৯ রান ডিফেন্ড করতে হতো হোবার্টকে। তাইতো উইকেট নেওয়ার বিকল্প ছিল না। সেই উইকেটের অন্বেষণ রিশাদের বোলিং ফিগারকে খানিকটা এলোমেলো করে দিয়েছে। প্রথম দুই ওভারে মাত্র ১৬ রান খরচায় দুই উইকেট পকেটে পুরেন রিশাদ হোসেন। কিন্তু তৃতীয় ওভারে ১৭ রান হজম করলে তার দারুণ দিন খানিকটা বিবর্ণ হয়ে যায়।

কিন্তু তাতেও নিশ্চয়ই রিশাদের হতাশ হওয়ার কিছু নাই। কেননা, ৩৩ রান হজমের পরও তিনিই দলের সেরা বোলার। মোট ছয়জন বোলার ব্যবহার করেছে হোবার্ট। রিশাদ বাদে আর কেউই পাননি উইকেটের দেখা। তাতে করে রিশাদের পুরো দিনটা মন্দ কেটেছে তা বলবার উপায় নাই। এ এক নতুন শুরুর বার্তা, রিশাদের জন্য অপেক্ষমান এক বিশাল বড় যাত্রা।

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link