রিশাদ হোসেন, হোবার্টের নিউক্লিয়াস

নিজের কব্জির মুন্সিয়ানায় নামের পাশে জুড়ে নিচ্ছেন একের পর এক উইকেট। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের ঝুলিতে যুক্ত হয়েছে তিনটি উইকেট। 

পাগলা ঘোড়ার পিঠে চেপে রিশাদ হোসেনের জয়রথ ছুটছে দুর্বার গতিতে। বিগ ব্যাশে তার ঘূর্ণি জাদুতে তিনি সৃষ্টি করে যাচ্ছেন মায়ার ধুম্রজাল। নিজের কব্জির মুন্সিয়ানায় নামের পাশে জুড়ে নিচ্ছেন একের পর এক উইকেট। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের ঝুলিতে যুক্ত হয়েছে তিনটি উইকেট।

হোবার্ট হারিকেন্সের একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন রিশাদ হোসেন। মিডল ওভারে তার উপরই থাকে ম্যাচের মোমেন্টাম ঘোরানোর সমস্ত দায়িত্ব। প্রতিপক্ষের ব্যাটিং অর্ডারে তিনি আঘাত হানবেন, তাতে ভর দিয়ে হোবার্ট লিখবে জয়ের ফিরিস্তি- এই পুরো বিষয়টাই পরিণত হয়েছে এক অলিখিত নিয়মে।

গত দুই ম্যাচে রিশাদ থেকেছেন উইকেট শূন্য। সেই দুই ম্যাচেই হোবার্টকে বেশ বেগ পোহাতে হয়েছে। দুই ম্যাচেই প্রতিপক্ষের সংগ্রহ ২০০ রানের গণ্ডি ছাড়িয়েছে। এক ম্যাচে ব্যাটারদের কল্যাণে ম্যাচ জেতা সম্ভব হলেও পার্থ স্কোর্চার্সের বিপক্ষে হারতে হয়েছিল হোবার্ট হারিকেন্সকে।

তবে এদিন আর দলকে বিপদে পড়তে দিলেন না রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারেই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। এরপর জেমি ওভারটনের মত অলরাউন্ডারকে তিনি পরাস্ত করেছেন ঘূর্ণিতে। বাধ্য করেছেন ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসতে। লেগ স্পিনের সাথে গুগলির মিশেলে তিনি দ্বিধার সৃষ্টি করে গেছেন পুরোটা সময়জুড়ে। ব্যক্তিগত চার ওভারে তিনি খরচ করেছেন মোটে ২৬টি রান।

অ্যাডিলেডের তিন উইকেটসহ রিশাদের এখন বিগব্যাশে উইকেট সংখ্যা ১১। এখন পর্যন্ত বিগ ব্যাশে দশের বেশি উইকেট পাওয়া দ্বিতীয় লেগ স্পিনার রিশাদ হোসেন। একটা সময় নিজের ঘরের মাটিতে ব্রাত্য ছিলেন রিশাদ। সাইডবেঞ্চে বসে কেটেছিল তার দিনকাল। সেই রিশাদই এখন ভিনদেশী একটি দলের পরিকল্পনার কেন্দ্রে। এমন বির্বতন অনুপ্রেরণা জোগায়, সাহস বাড়ায়, রিশাদ তাই পরিণত হচ্ছেন পথ প্রদর্শক হিসেবে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link