পিএসএলে পারফর্ম করে রিশাদ জিতলেন বিমান টিকিট

লাহোর কালান্দার্স তাদের খেলোয়াড়দের উজ্জীবিত রাখার সমস্ত প্রচেষ্টাই চালাচ্ছে। ড্রেসিং রুমে বেশ দারুণ এক পরিবেশ সৃষ্টি করতে পেরেছে ফ্রাঞ্চাইজিটি।

মাসকটে যাওয়ার টিকিট জিতে নিলেন রিশাদ হোসেন। নিজের পারফরমেন্সের পুরষ্কার হিসেবেই পেয়েছেন সেই টিকিট। লাহোর কালান্দার্সের হয়ে নিজের খেলা দ্বিতীয় ম্যাচে দূর্দান্ত পারফরম করেছিলেন রিশাদ হোসেন। তার সেই অবদানকে অদেখা করেনি লাহোর কালান্দার্স।

কখনো আইফোন, কখনো বা বিমানের টিকিট- লাহোর কালান্দার্স তাদের খেলোয়াড়দের উজ্জীবিত রাখার সমস্ত প্রচেষ্টাই চালাচ্ছে। ড্রেসিং রুমে বেশ দারুণ এক পরিবেশ সৃষ্টি করতে পেরেছে ফ্রাঞ্চাইজিটি। খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য বেড়েছে, একে অপরের সাথে সম্পর্ক গাঢ় হতে দেখা যাচ্ছে, একটা পরিবারের মত বন্ধনে আবদ্ধ হয়েছে গোটা দল।

সেখানে রিশাদ হোসেনও জায়গা করে নিয়েছেন। একটু স্বল্পভাষী, আড়ালে থাকার চেষ্টা করেন। ড্রেসিংরুমের নানা ধরণের অ্যাকটিভিটিসে তিনি স্মিত এক হাসি নিয়ে উপভোগ করেন সবকিছু। কিন্তু মাঠের পারফরমেন্সে তিনি আড়াল হতে চান না। প্রথম বারের মত পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েই তিনি দলের অন্যতম ভরসার পাত্রে পরিণত হয়েছেন।

কন্ডিশন, টিম কম্বিনেশনের কারণে প্রতি ম্যাচে সুযোগ অবশ্য তিনি পাচ্ছেন না। কিন্তু সুযোগ এলেই নিজের সর্বোচ্চটুকু নিঙড়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। সেটাই করেছিলেন করাচি কিংসের বিপক্ষে। ২৬ রানে তিন উইকেট বাগিয়েছিলেন। নিজের প্রথম স্পেলেই প্রতিপক্ষকে ধ্বসিয়ে দিয়েছিলেন।

সেই ম্যাচে তিনি ছিলেন লাহোর কালান্দার্সের এক্স ফ্যাক্টর। তাইতো তাকে পুরষ্কার হিসেবে মাসকট আসা-যাওয়ার টিকিট দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজি স্পন্সরের পক্ষ থেকে। যদিও সেটা তাকে বাছাই করতে হয়েছে। তার আগে পারফরমেন্সের পুরষ্কার হিসেবে স্যাম বিলিংসও একটি স্ক্র্যাচ কার্ড তুলেছিলেন। তাতে করাচির আপ-ডাউন টিকিট জেতেন তিনি।

যদিও সেই কার্ডটি তুলেছিলেন হারিস রউফ। রিশাদ মাসকটের টিকিট জেতার পর, বিলিংস খানিকটা দুষ্টমির ছলে হারিসকে মারধরও করেন। মাঠের বাইরে এমনই হাসিঠাট্টায় মত্ত থাকছে লাহোর কালান্দার্স। তবে ময়দানে তারা বড্ড সিরিয়াস। শীর্ষস্থানে থেকেই প্লে-অফ নিশ্চিত করতে মরিয়া দলটি।

Share via
Copy link