অধিনায়কত্ব হারাচ্ছেন রিজওয়ান!

রিজওয়ানের উপর থেকে চাপ কমাতে চলেছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান প্রচণ্ড নাখোশ তার উপর।

লজ্জার ষোলকলা পূর্ণ করেছে পাকিস্তান। ২৯ বছর ঘরের মাঠে আইসিসি ইভেন্ট। সেই আয়োজন থেকে স্বাগতিক পাকিস্তান বাদ পড়েছে গ্রুপ পর্বেই। তার থেকেও লজ্জাজনক, আয়োজক দেশের প্রতিনিধিদের নেই কোন জয়। তাইতো পাকিস্তানের ক্রিকেটে রদবদলের গুঞ্জন হচ্ছে প্রবল। ছুড়ি-কাঁচির নিচে প্রথমেই আসছে মোহাম্মদ রিজওয়ানের অধিনায়কত্ব।

পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন মোহাম্মদ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনিই ছিলেন পাকিস্তানের সেনাপতি। তার অধীনেই দলটির হয়েছে ভরাডুবি। তাইতো তার উপর থেকে চাপ কমাতে চলেছেন মহসিন নাকভি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান প্রচণ্ড নাখোশ রিজওয়ানের উপর। তাইতো টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হচ্ছে রিজওয়ানের কাছ থেকে। বেশ জোরাল গুঞ্জন আছে শাদাব খান হতে পারেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক।

তাছাড়া হেডকোচ আকিভ জাভেদকেও ছেটে ফেলার সম্ভবনা তীব্র। ঘরের মাঠে লজ্জার এক ক্যাম্পেইন কাটানোর পর স্বাভাবিকভাবেই পরির্তন অবশ্যম্ভাবী। আকিভের পরিবর্তে সাকলাইন মুশতাককে হতে পারেন পাকিস্তানের নয়া কোচ। এখানেই শেষ নয়।

পাকিস্তানের অন্দরমহলে রয়েছে নানামুখী কোন্দল। সেই কোন্দলের কেন্দ্রে রয়েছেন সিনিয়র ক্রিকেটাররা। পিসিবি হার্ডলাইনে যাবে বলেও গুঞ্জন উঠেছে পাকিস্তানের ক্রিকেট পাড়ায়। সিনিয়র ক্রিকেটারদেরও ছাটাই করা হতে পারে দল থেকে।

সেই জায়গায় তরুণ ক্রিকেটারদের সংযুক্তি ঘটাতে চায় পিসিবি। দলের ভেতর নতুন এনার্জির সঞ্চার ঘটানোই মূল লক্ষ্য।

Share via
Copy link