ব্যালন নিয়ে রোনালদোকে রদ্রির খোঁচা!

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রদ্রি জবাব দিয়েছেন পাঁচবারের ব্যালনজয়ী তারকাকে। তিনি বলেন, ‘সত্যিই অবাক করার মত ব্যাপার। যেকারো চেয়ে তাঁর (রোনালদো) ভাল জানার কথা ব্যালন ডি’অরের বিষয়ে। বিশেষ করে কিভাবে বিজয়ী নির্ধারণ করা হয় সেটা কিন্তু তিনি খুব কাছ থেকেই দেখেছেন।’

অনেকদিন পার হয়েছে ঠিকই, তবে ব্যালন ডি’অর বিতর্কের উত্তাপ এখনো কমেনি। সম্প্রতি ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও ভালভাবে জড়িয়ে গিয়েছে সেখানে, ইউরোপিয়ান ফুটবলের স্রোতে না থাকলেও গ্লোব সকার অ্যাওয়ার্ডের মঞ্চে এই পুরষ্কার নিয়ে মন্তব্য করেছিলেন তিনি – আর সেটাই তাঁতিয়ে দিয়েছে ব্যালন জয়ী রদ্রিকে।

মর্যাদার এ পুরষ্কার রদ্রি নয়, বরং ভিনিসিয়াস জুনিয়র প্রাপ্য ছিলেন এমন দাবি করেছেন রোনালদো। স্বাভাবিকভাবেই সেটা পছন্দ হয়নি স্প্যানিশ মিডফিল্ডারের, নিজেকেই যোগ্য দাবি করেছেন তিনি।

গ্লোব সকার অ্যাওয়ার্ডের মঞ্চে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই পর্তুগিজ; পুরষ্কার নিতে এসে তিনি সেসময় বলেন, ‘আমার মনে হয় ব্যালন ডি’অরের ক্ষেত্রে অবিচার হয়েছে। আমি সবার সামনে বলতে পারব – তাঁরা এটা রদ্রিকে দিয়েছে, সে অবশ্যই দাবিদার। তবে তাঁদের উচিত ছিল ভিনিসিয়াস জুনিয়রকে নির্বাচিত করা; সে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ফাইনালে গোলও করেছে।’

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রদ্রি জবাব দিয়েছেন পাঁচবারের ব্যালনজয়ী তারকাকে। তিনি বলেন, ‘সত্যিই অবাক করার মত ব্যাপার। যেকারো চেয়ে তাঁর (রোনালদো) ভাল জানার কথা ব্যালন ডি’অরের বিষয়ে। বিশেষ করে কিভাবে বিজয়ী নির্ধারণ করা হয় সেটা কিন্তু তিনি খুব কাছ থেকেই দেখেছেন।’

এই সিটি মিডফিল্ডার আরো বলেন, ‘এ বছর সাংবাদিকরা আমাকে ভোট দিয়েছে, তাঁরা মনে করেছে আমি বেশি যোগ্য। খুব সম্ভবত এই সাংবাদিকরাই আগে তাঁকে ভোট দিয়েছিল; আমি নিশ্চিত তখন তিনি ঠিকই ফলাফল মেনে নিতেন।’

বর্তমানে এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই তারকা গত মৌসুমে অবশ্য দারুণ সময় কাটিয়েছেন। টুর্নামেন্ট সেরা হয়ে ইউরো জিতেছিলেন, সেই সাথে প্রিমিয়ার লিগ জিতেছিলেন। যদিও বিতর্ক থামানোর জন্য এসব যথেষ্ট হতে পারেনি।

Share via
Copy link