ধোনির সঙ্গে একই কাতারে থাকবেন রোহিত

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পেয়েছিলেন রোহিত শর্মা, এরপর কেটেছে মাত্র তিন বছর। সময়টা অল্প হলেও তিনি করে দেখিয়েছেন অনেক কিছু। বিস্ময়কর নেতৃত্বগুণ আর দুর্ধর্ষ মস্তিষ্কের সুবাদে দুর্দান্ত এক নেতা হয়ে উঠেছিলেন, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেতৃত্বের ক্যারিয়ারকে পূর্নতা দিয়েছেন।

তাই তো তাঁকে যদি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলা হয় সেক্ষেত্রে আপত্তি করার মত তেমন কেউই থাকবে না। এ ব্যাপারটাই মনে করিয়ে দিয়েছেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর বিশ্বাস দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রোহিত।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রিভিউতে তিনি বলেন, ‘ট্যাকটিশিয়ান হিসেবে সে (রোহিত) কতটা অসাধারণ তা আমাদের কারোই ভুলে যাওয়া উচিত নয়। মহেন্দ্র সিং ধোনির মত অন্যতম সেরা অধিনায়ক হিসেবেই তাঁর ক্যারিয়ার শেষ হবে।’

এর মধ্য দিয়ে অবশ্য ধোনির সঙ্গে হিটম্যানের তুলনার প্রসঙ্গ চলে আসে। যদিও এই ধারাভাষ্যকার উত্তর দেন ঘুরিয়ে। তিনি বলেন, ‘কে ভাল সেই প্রশ্নে আমি বলব সাদা বলে দু’জনেই সমান। রোহিতকে এর চেয়ে বেশি প্রশংসা করতে পারছি না, কেননা ধোনি কি করেছে সেটা সবাই জানে।’

জাতীয় দলের অধিনায়ক হিসেবে আইসিসির চারটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন হিটম্যান। এর মধ্যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছেন; ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়শিপে হয়েছেন রানার আপ। আর চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল – এত কম সময়ে এত সাফল্য খুব কম তারকাই পেয়েছেন।

২০২৪ বিশ্বকাপে এই ওপেনার যেভাবে কৌশল সাজিয়েছেন সেটা শাস্ত্রীকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তিনি বলেন, ‘আমার মনে হয় কৌশলগত দিক থেকে এবারের বিশ্বকাপে সে (রোহিত) দুর্দান্ত ছিল। শান্ত থেকে জাসপ্রিত বা হার্দিককে ব্যবহার করে ম্যাচ ঘুরানো কিংবা সঠিক সময়ে অক্ষরকে বোলিং করানো – সব পরিকল্পনা নিখুঁত ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link