দ্য ভিনটেজ রোহিত-সুরিয়া ইজ ব্যাক

ট্রেডমার্ক সব শট, গ্যালারিতে আছড়ে পড়া ছয়—সবই জানান দিয়েছে, হিটম্যান ফুরিয়ে যাননি। খারাপ সময় সবারই আসে। বয়সের সাথে ব্যাটের ধার কমাটা স্বাভাবিক। তবে ক্রিকেটে একটা কথা আছে — ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’ রোহিত শর্মা যেন সেই কথাটাই আবার মনে করিয়ে দিলেন।

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ানসের গল্পটা ফিরে আসার। আর সে গল্পে মূল নায়ক রোহিত শর্মা এবং সুরিয়াকুমার যাদব। তবে দুজনেরই প্লট ভিন্ন—একজনের ফর্মে ফেরা, আর অন্যজনের ৩৬০° তকমা ফিরে পাওয়া।

‘রোহিত শর্মা ফুরিয়ে গেছেন, রোহিত শর্মার দিন শেষ’ —  চলতি আইপিএলে এমনটাই চলছিল ক্রিকেট পাড়ার গুঞ্জন। তবে এসব কথা ছাপিয়ে এখন আলাপ শুধু একটাই – ‘হিটম্যান ইজ ব্যাক।’

চেন্নাই সুপার কিংসের দেওয়া টার্গেট ছিল ১৭৭ রান। তাদের বোলিং লাইনআপ ছিল বেশ ভারসাম্যপূর্ণ। ওয়াংখেড়ের উইকেটে চেজ করাটা মোটেও সহজ কিছু ছিল না। তবে, মুম্বাই ইন্ডিয়ানস যেন হেসেখেলেই টপকে গেল লক্ষ্যটা। আর যার মূল কারিগর —রোহিত শর্মা এবং সুরিয়াকুমার যাদব।

ওপেনিংয়ে সেই ভিনটেজ রোহিত—রিকেলটনের সঙ্গে ৬৩ রানের জুটি। ২৪ রানে রিকেলটন ফিরে গেলেও বাকি কাজটা সুর্যকুমার যাদবকে নিয়ে শেষ করেন রোহিত। চারটি চার আর ছয়টি ছয়ের সাহায্যে ৪৫ বলে ৭৬ রানের ফিরে আসার ইনিংসটি খেলেন।

রোহিতের ফেরার দিনে কম যাননি সুরিয়াকুমারও। দারুণ সব শটে ওয়াংখেড়েতে মনে করালেন ডি ভিলিয়ার্সের কথা। ৩০ বলে ৬৮ রানের ইনিংস দিয়ে যেন ধ্বংসযজ্ঞ চালান চেন্নাইয়ের বোলারদের উপর। ছয়টি চার আর পাঁচটি ছয়ে স্ট্রাইক রেট ২২৬.৬৭!

মুম্বাইয়ের সবকিছুই ছিল, তবে ছন্দে হচ্ছিল ভুল। আর সব ভুল শুধরে নিয়ে মুম্বাই জয়টা ছিনিয়ে নিল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। রোহিত-সুরিয়াদের ফিরে আসার দিনে তাই নুর আহমেদ, মাহিশ পাথিরানাদের তাকিয়ে থাকা ছাড়া করার কিছুই ছিল না।

ট্রেডমার্ক সব শট, গ্যালারিতে আছড়ে পড়া ছয়—সবই জানান দিয়েছে, হিটম্যান ফুরিয়ে যাননি। খারাপ সময় সবারই আসে। বয়সের সাথে ব্যাটের ধার কমাটা স্বাভাবিক। তবে ক্রিকেটে একটা কথা আছে — ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’ রোহিত শর্মা যেন সেই কথাটাই আবার মনে করিয়ে দিলেন।

সুর্যকুমার যখন ছন্দে থাকেন, মাঠকে নিজের মুঠোয় নিয়ে আসেন। তবে এ আসরে ঠিকঠাক হচ্ছিল না কিছুই। ৩৬০° তকমাটাও জন্ম দিচ্ছিল সমালোচনার। তবে সেসবকে যেন ছয়ের মতো উড়িয়ে দিলেন ব্যাট দিয়ে। পারফর্মাররা ঠিকই ফিরে আসেন। পারফর্মাররা ঠিকই ফিরে আসার গল্পটা লেখেন। যেমনটি ওয়াংখেড়ে লিখলেন রোহিত শর্মা এবং সুরিয়াকুমার যাদব।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link