কোহলির মতো লাফালাফি করেন না রোহিত

ভারতের অন্যতম সেরা ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক কপিল দেব রোহিত শর্মার নেতৃত্ব এবং ব্যাটিংয়ের জন্য বিশেষ প্রশংসা করেছেন। তিনি বলেন যে রোহিত অনেক দুর্দান্ত খেলোয়াড়ের মতো নয় যারা নিজের জন্য খেলেছেন

তাহলে কি গ্রেটনেসের বিচারে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাচ্ছেন রোহিত শর্মা? তেমনই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। তিনি রোহিত শর্মার নেতৃত্ব এবং ব্যাটিংয়ের জন্য বিশেষ প্রশংসা করেছেন। তিনি বলেন যে রোহিত অনেক দুর্দান্ত খেলোয়াড়ের মতো নয় যারা নিজের জন্য খেলেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪১ বলে ৯২ রানের বিধ্বংসী একটি ইনিংসে খেলেন রোহিত। তাঁর ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়াকে ২০৬ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে ১৮১ রানেই থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ২৪ রানের জয় নিয়ে সেমিফাইনালে পৌছে যায় ভারত।

১৯৮৩ এর বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাপিল রোহিতকে তাঁর নি:স্বার্থ খেলার প্রসংশা করেন। রোহিত যে দলের অন্যান্য সদস্যদের জন্য অনুপ্রেরণা তাও বলেন কপিল।

বিরাট কোহলির সাথে রোহিতের তুলনা করে তিনি বলেন, ‘রোহিত বিরাটের মতো এতো লাফালাফি করে খেলে না। সে তাঁর সীমাবদ্ধতা জানে। এবং সেই সীমাবদ্ধতার মধ্যে তাঁর থেকে ভালো খেলোয়াড় আর নেই। সে অন্যান্য অধিনায়কের মতো নিজের জন্য খেলে না।’

সুপার এইটে গ্রুপে প্রথম অবস্থানে থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। অপরদিকে দুইয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। যদিও, এই যাত্রায় পুরোটা সময়ই নিজের ছায়া হয়ে ছিলেন বিরাট কোহলি।

রোহিতের প্রভাব সম্পর্কে আরও মন্তব্য করে কপিল বলেন, ‘অনেক বড় খেলোয়াড় আসেন, যারা শুধু নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন। এমনকি সেই দৃষ্টিকোণ থেকেই অধিনায়কত্ব করেন । এই কারণেই রোহিত একটি অতিরিক্ত নম্বর পাবে কারণ সে পুরো দলকে খুশি রাখে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...