গাভাস্কারের অভিমত: রোহিত অধিনায়ক, পান্ত/রাহুল সহ-অধিনায়ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিবেন বিরাট কোহলি। পরবর্তী অধিনায়ক হিসাবে রোহিত শর্মা ও সহ অধিনায়ক হিসেবে লোকেশ রাহুল বা ঋষাভ পান্তকে বিকল্প মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তিনি মনে করেন আগামী দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিতই হতে পারতেন আদর্শ ব্যক্তি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিবেন কোহলি। তবে এই বিশ্বকাপ ও আগামী বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে রোহিতকে পছন্দ গাভাস্কারের। তবে বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন যে সম্ভব না স্টার স্পোর্টসের ‘ক্রিকেট কানেক্টেট’ শো – তে এসে সেটাও জানিয়েছেন ভারতীয় এই ক্রিকেট গ্রেট।

গাভাস্কার বলেন, ‘আমি মনে করি পরের দুটি বিশ্বকাপের জন্য রোহিতকে অধিনায়ক করা উচিত। একটি বিশ্বকাপ শুরু হচ্ছে, আরেকটি এক বছর পর। কিন্তু এখন বিশ্বকাপের আগে অধিনায়ক পরিবর্তন করা সম্ভব না বা আপনি চাইবেন না। তবে দুটি বিশ্বকাপের জন্য রোহিতই আমার পছন্দ।’

অধিনায়ক হিসাবে রোহিত ও সহ অধিনায়ক হিসাবে পান্ত এবং রাহুলকে পছন্দ ভারতের সাবেক এই অধিনায়কের। তাই তিনি মনে করেন এখন থেকেই টিম ম্যানেজমেন্টের উচিত সহ অধিনায়ক হিসাবে রাহুল এবং পান্তকে প্রস্তুত করা। আইপিএলে অধিনায়ক হিসেবে দু’জনের চিন্তাধারা দেখেই এমন মন্তব্য করেছেন গাভাস্কার।

তিনি বলেন, ‘আমি পান্তকে এগিয়ে রাখব কারণ সে তারকা সমৃদ্ধ দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিচ্ছেন এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বোলিংয়ে যে ভাবে পরিবর্তন আনছেন এটা সত্যিই দুর্দান্ত। সে স্মার্ট অধিনায়কত্ব করছে। আপনি এরকম একজন অধিনায়কই চাইবেন যে পরিস্থিতি বুঝতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে।’

চলতি মাসের শুরুর দিকে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। তবে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে এবং টেস্টে অধিনায়ক হিসাবে থাকবেন তিনিই।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ব্যাখ্যায় তিনি বলেছিলেন ওয়ানডে এবং টেস্টে আরো ভালো ভাবে মনোযোগ দিতেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন তিনি। এখানেই শেষ নয়, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের অধিনায়কত্বও ছাড়বেন।

কোহলি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি শুধু ভারতের অধিনায়কত্ব করেছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা অধিনায়ক হিসেবে আমার যাত্রায় আমাকে সমর্থন করেছেন। আমি তাদের সমর্থন ছাড়া এটা করতে পারতাম না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, নির্বাচক কমিটি, আমার কোচ এবং প্রত্যেক ভারতীয় যারা আমাদের জেতার জন্য প্রার্থনা করেছেন।’

তিনি আরো বলেন, ‘কাজের চাপ বোঝা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করার জন্য নিজেকে আরো সময় দেওয়া প্রয়োজন। টি-টোয়েন্টি অধিনায়ক থাকার সময় আমি দলের জন্য সব কিছু উজার করে দিয়েছি। টি-টোয়েন্টি দলের জন্য এখন ব্যাটসম্যান হিসেবে অবদান রাখবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link