২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন; অতঃপর আবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট, চ্যাম্পিয়ন হওয়ারও সুযোগ আছে – সবমিলিয়ে রোহিত শর্মার অধীনে ভারত রীতিমতো স্বপ্নীল সময় পার করছে। পারফরমার এবং অধিনায়ক, দুই পরিচয়েই সফল তিনি। কিন্তু তাতেও যেন মন ভরে না, ভারতীয় এক রাজনীতিবিদ তো তাঁর সমালোচনা করতে গিয়ে বডি শেমিং করে বসেছেন।
কংগ্রেসের জনপ্রিয় ব্যক্তিত্ব ডাঃ শামা মোহামেদ রোহিতকে সরাসরি ‘মোটা’ বলে বিদ্রুপ করেছেন, সেই সাথে অধিনায়ক হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন- স্বাভাবিকভাবেই ক্রিকেটাঙ্গনে আলোড়ন তুলেছে এসব কথা।
ব্যক্তিগত এক্স একাউন্টে শামা লিখেন, ‘রোহিত ক্রীড়াবিদ হিসেবে বেশ মোটা, তাঁর ওজন কমানো উচিত। এবং অবশ্যই ভারতীয় অধিনায়কদের সে সবচেয়ে কম যোগ্য।’ – তিনি আরো বলেছেন রোহিত স্রেফ গড়পড়তা একজন অধিনায়ক। ভারতের মত দলের অধিনায়কত্ব করাটা তাঁর সৌভাগ্য, এমনিতে নেতৃত্ব গুণ মোটেই বিশ্বমানের নয়।
ক্রিকেটাঙ্গনে তো বটেই, রাজনীতির ময়দানেও ঝড় তুলেছে শামা মোহামেদের বক্তব্য। প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শেহজাদ পুনাওয়ালা হেসেই উড়িয়ে দিয়েছেন তাঁর কথাকে। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর কাপ্তানিতে যারা ৯০টা নির্বাচনে হেরে যায় তাঁরা এখন রোহিত শর্মার কাপ্তানি নিয়ে কথা বলছে।’ – শেহজাদ অবশ্য রোহিতের অর্জনের কথা মনে করিয়ে দিতে ভোলেননি।
যদিও ফিটনেসের কারণে এর আগে অনেকবারই ট্রলের মুখোমুখি হয়েছেন হিটম্যান। চলতি বছরের জানুয়ারিতেই তো রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন তাঁকে ফ্যাটমান সম্বোধন করেছিল দর্শকেরা। এছাড়া সাম্প্রতিক সময়ে তাঁকে ‘ভাদা পাও’ নামেও ডাকা হচ্ছে, যা কি না ভারতের জনপ্রিয় স্ট্রিট ফুড।
তবে এতকিছুর মাঝেও এই তারকার নেতৃত্বে ভারত এগিয়ে চলছে তরতর করে। একের পর এক আইসিসি টুর্নামেন্টে দেশকে সাফল্য এনে দিচ্ছেন তিনি। এবার পালা এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার।