রোহিত শর্মা তো কত রেকর্ডই গড়েছেন তার ক্যারিয়ারে। কিন্তু এবারের রেকর্ডটা একটু আলাদা। অধিনায়ক হিসেবে একটানা টস পরাজয়ের তালিকায় যুক্ত হয়ে গেছে তার নামও। টসে জয়লাভ করতে ভুলে গেলেও, তিনি কিন্তু ম্যাচ জিততে ভুলেননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে টসে নেমে, কল করেন রোহিত শর্মা। তিনি হেডস কল করলেন। কিন্তু মিশেল স্যান্টনার এদফা জিতে গেলেন। জিতেই গ্রুপ এ- চ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক। আর এরই মধ্যে দিয়ে রোহিত যুক্ত হয়ে যান আরও একটি রেকর্ডের সাথে।
এখন অবধি অধিনায়ক হিসেবে একটানা ১০টি টস হেরেছেন রোহিত শর্মা। টস ভাগ্য যেন কোনভাবেই সহায় হচ্ছে না রোহিতের। ভারতের ভাগ্যও যেন আরও খারাপ। একটানা ১৩টি ওয়ানডে ম্যাচে টস জিততে পারেনি ভারত। তাতে কি আর আসে যায়, জয় ভাগ্য তো তারা নিজেদের পক্ষে ছিনিয়ে নিচ্ছে প্রায় প্রতিবার।
অধিনায়ক হিসেবে একটানা টস হারের রেকর্ডে কিন্তু শুধুই রোহিত আছে বিষয়টি কিন্তু তা নয়। সবার উপরে রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ১২টি ওয়ানডে ম্যাচে টসে জয়লাভ করতে না পারার রেকর্ড গড়েছেন। এরপরের অবস্থানে রয়েছেন পিটার বোরেন।
নিউজিল্যান্ড জন্মানো পিটার বোরেন নেদারল্যান্ডসের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। অধিনায়কত্বও করেছেন ডাচদের। ১১টি টস হেরেছেন পিটার বোরেন। এরপরের অবস্থানেই রয়েছেন রোহিত। সম্ভাবনা প্রবল, বাকি দুইজনকেই ছাড়িয়ে যেতে পারেন রোহিত শর্মা। কিন্তু দিনশেষে চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঠিকই উঁচিয়ে ধরতে চাইবেন তিনি।