রোহিতের নেতৃত্ব অধ্যায়ের অবসানে নেপথ্যে গম্ভীর-আগারকার জুটি

মনোজ তিওয়ারির মতে, আগরকার এমন একজন ব্যাক্তিত্ব যিনি সিদ্ধান্ত নিতে ভয় পান না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ভারতীয় ক্রিকেটরীতিতে কোচের মতামত ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ফলে যা ঘটেছে তার দায় শুধু একজনের নয়, গম্ভীরও সমানভাবেই দায়ী।

ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব মানেই শুধু একটি পদ নয়। এটি একটি সম্মান, আস্থা ও উত্তরাধিকারের প্রশ্ন। সেই জায়গাতেই গত বছর হঠাৎ ছেদ পড়ে, যখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক রোহিত শর্মার হাত থেকে ওয়ানডে অধিনায়কত্ব তুলে নেওয়া হয়। তাঁর জায়গায় দায়িত্ব পান শুভমান গিল। এই সিদ্ধান্ত ঘিরে এখনও ধোঁয়াশা, বিতর্ক আর প্রশ্নচিহ্ন।

সাবেক ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন, এই সিদ্ধান্তের নেপথ্যে প্রধান নির্বাচক অজিত আগরকারের পাশাপাশি হেড কোচ গৌতম গম্ভীরের ভূমিকাও উপেক্ষা করার মতো নয়।

তিওয়ারির মতে, আগরকার এমন একজন ব্যাক্তিত্ব যিনি সিদ্ধান্ত নিতে ভয় পান না। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ভারতীয় ক্রিকেটরীতিতে কোচের মতামত ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ফলে যা ঘটেছে তার দায় শুধু একজনের নয়, গম্ভীরও সমানভাবেই দায়ী।

 

পরিসংখ্যানের দিকে তাকালেই রোহিত শর্মার অধিনায়কত্বের গুরুত্ব বোঝা যায়। ৫৬টি ওয়ানডেতে ৪২টি জয়। ৭৫ শতাংশ সাফল্যের হার, যা যেকোনো ভারতীয় অধিনায়কের ক্ষেত্রে সর্বোচ্চ। এমন একজন নেতাকে হঠাৎ সরিয়ে দেওয়াকে তিওয়ারি সরাসরি ‘অসম্মানজনক’ বলেই মনে করেন।

তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দলে একাদশ নির্বাচনেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তাঁর কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন একজনের কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার প্রয়োজনীয়তা তিনি দেখতে পাননি। এই অস্থিরতা ও বিতর্কই তাঁর ওয়ানডে ক্রিকেট দেখার আগ্রহ অনেকটাই কমিয়ে দিয়েছে।

রোহিতের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও গোপন করেননি তিওয়ারি। একসঙ্গে খেলা, দীর্ঘদিনের পরিচয় – সব মিলিয়ে পুরো ঘটনাপ্রবাহ তাঁকে ব্যক্তিগতভাবেও আহত করেছে বলে জানান তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে যে সন্দেহ তৈরি করা হচ্ছে, সেটিকেও বড় ভুল বলে মনে করেন তিওয়ারি। তিনটি ডাবল সেঞ্চুরি করা একজন ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনও যুক্তি নেই বলেই তাঁর মত। বড় খেলোয়াড়েরা সময় এলেই নিজেদের প্রমাণ দেন -এটাই ইতিহাস।

সবশেষে তিওয়ারির অবস্থান একেবারে স্পষ্ট। রোহিত শর্মার ক্ষমতা নিয়ে সন্দেহ করা যেমন ভুল ছিল, তেমনি তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরানোও ছিল ক্রিকেটীয় যুক্তির বাইরে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link