বিনা যুদ্ধে ইতি রোহিত শর্মার?

ভারতীও ক্রিকেটারদের জন্য এসে পড়েছে আরও এক কঠিন পরীক্ষা। নিজেদের শারীরিক যোগ্যতার জানান দিতে হবে তাদের, আরও শক্ত এক নিয়মে।

ভারতীও ক্রিকেটারদের জন্য এসে পড়েছে আরও এক কঠিন পরীক্ষা। নিজেদের শারীরিক যোগ্যতার জানান দিতে হবে তাদের, আরও শক্ত এক নিয়মে।

ভক্তরা রোহিত শর্মাকে  মাঠে খেলতে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। কিন্তু  তাদের অপেক্ষা করতে হবে অক্টোবর অবধি। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে এই ব্যাটারকে। হয়তোবা এটাই হবে তার ক্যারিয়ারের শেষ খেলা

কিছুদিন আগে বিসিসিআই একটি নতুন ফিটনেস টেস্ট প্রকাশ করে যার নাম ‘ব্রঙ্কো’ টেস্ট। এর দ্বারা  ক্রিকেটারদের স্ট্যামিনা এবং ধৈর্য পরীক্ষা করা হবে। সেই ফলাফল অনুযায়ী দল গঠন করা হবে। এক্ষেত্রে বিরাট কিংবা রোহিত, দলে জায়গা পেতে হলে তাদেরকেও নিজেদের প্রমান দিতে হবে।

বিসিসিআই কর্তৃক প্রবর্তিত ব্রঙ্কো টেস্ট হল রাগবিতে ব্যবহৃত একটি ফিটনেস ড্রিল। এখানে  ক্রিকেটাররা ২০, ৪০ এবং ৬০ মিটারে স্থাপন করা মার্কারগুলির মধ্য দিয়ে জিকজ্যাক আকারে দৌড়াতে হবে এবং তাদের টানা পাঁচবার না থেমে এটি চালিয়ে যেতে হবে। বিসিসিআই লক্ষ্য করে তাদের খেলোয়াড় মাথের থেকে জিমে সময় বেশি ব্যয় করছেন। যে কারণেই এই সিদ্ধান্ত নেয়া।

এটি প্রতিটি ভারতীয় খেলোয়াড়ের জন্যই সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ। ওডিআই অধিনায়ক রোহিত শর্মাও প্রথমবারের মতো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। যদি তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন, অস্ট্রেলিয়া সফরের জন্য তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই বল্লেই চলে।

গৌতম গম্ভীর ফিটনেসকে কঠোরভাবে প্রাধান্য দিয়েছেন। অতএব নিজেকে প্রমাণ করেই অস্ট্রেলিয়া সফর এবং ২০২৭ বিশকাপে দলে জায়গা নিতে হবে রোহিত শর্মাকে।

Share via
Copy link