বিলাসি ফ্ল্যাট বিশাল অঙ্কের অর্থে ভাড়া দিলেন রোহিত শর্মা; ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইতে রোহিতের একটি ফ্ল্যাট রয়েছে যা সম্প্রতি মাসিক ২.৬ লাখ রুপির বিনিময়ে ভাড়া দিয়েছেন তিনি। এই অ্যাপার্টমেন্টটি মুম্বাইয়ের অন্যতম বিলাসবহুল আবাসিক এলাকা লোয়ার পারেলে অবস্থিত।
প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে যে, লেনদেনের চুক্তি এই বছরের জানুয়ারিতে নিবন্ধিত হয়েছে, আর বাসার কার্পেট এরিয়া ১,২৯৮ বর্গফুট এবং দুইটি গাড়ি পার্কিংয়ের জায়গাও রয়েছে। চুক্তির কাজে ১৬,৩০০ রুপির স্ট্যাম্প ব্যবহার করা হয়েছিল এবং ১,০০০ রুপি রেজিস্ট্রেশন চার্জ খরচ হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডস পর্যালোচনা করে সম্পত্তি নিবন্ধনের নথি থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে।
২০১৩ সালে রোহিত শর্মা এবং তার বাবা ৫.৪৬ কোটি রুপি খরচ করে অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন। এখন বছরে তিনি ভাড়া থেকে আয় করবেন ৩ কোটি ১ লক্ষ ২০ হাজার রুপি, অর্থাৎ তাঁর রেন্টাল ইয়েল্ড (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) প্রায় ৬ শতাংশ।
তবে লোয়ার পারেলে এটাই রোহিতের একমাত্র ঠিকানা নয়, ২০১৩ সালেই তিনি আরো একটি বিলাসি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছিলেন। সেজন্য ওইসময়ে তাঁকে খরচ করতে হয়েছে ৫ কোটি ৭০ লক্ষ রুপি।
অবশ্য রোহিতের এখন এসব নিয়ে ভাবার সময় কই? চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলছে তাঁর নেতৃত্বে, তিনি তাই ব্যস্ত মাঠের খেলায়। ইতোমধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া, দলটাকে আরো একবার শিরোপা মঞ্চে নিয়ে যেতে নিশ্চয়ই চেষ্টার কমতি রাখবেন না এই তারকা।