মাঠের বাইরে মহৎ রোহিতের ব্যক্তিত্ব

ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা যত বড় নাম, ঠিক তত বড় তাঁর ব্যক্তিত্ব। মাঠের ভেতর একটু গম্ভীর, কিছুটা রাগী তবে মাঠের বাইরে রোহিত একেবারেই উদার। সম্প্রতি তাঁর ব্যক্তিত্বের এক অনন্য দিক তুলে ধরেছেন আইপিএল প্রেজেন্টার তনয় তিওয়ারি।

ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা যত বড় নাম, ঠিক তত বড় তাঁর ব্যক্তিত্ব। মাঠের ভেতর একটু গম্ভীর, কিছুটা রাগী তবে মাঠের বাইরে রোহিত একেবারেই উদার। সম্প্রতি তাঁর ব্যক্তিত্বের এক অনন্য দিক তুলে ধরেছেন আইপিএল উপস্থাপক তনয় তিওয়ারি।

রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে এসে তনয় তিওয়ারি শেয়ার করেন তাঁর ক্যারিয়ারের শুরুতে ঘটে যাওয়া এক ঘটনা, যেখানে এক ভুলে তাঁর ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যেতে বসেছিল। কিন্তু সেই মুহূর্তে রোহিত শর্মার সহানুভূতি তাঁকে সেই সংকট থেকে রক্ষা করে।

তনয় বলেন, ‘যখন আমি মুম্বাই ইন্ডিয়ান্সে ইন্টার্ন ছিলাম, তখন একবার একটি ইন্টারভিউর সময় আমি ভুল করে ওনার (রোহিতের) উপর গরম কফি ফেলে দিই। টেবিলটা খুব ছোট ছিল, ক্যামেরা সেট করা ছিল, আর তাড়াহুড়োতে কফি ফেলে দেই।’

তিনি আরও যোগ করেন, ‘তাঁর সঙ্গে আরেকজন ছিলেন যিনি আমায় বকাঝকা করছিলেন। ওই সময় আমার মনে হয়েছিল, আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমি কাঁদতে বসেছিলাম প্রায়।’

কিন্তু এরপর যা ঘটেছিল, তা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রোহিত শর্মা পুরো পরিস্থিতিকে অত্যন্ত সহজভাবে নিয়ে নেন এবং তিওয়ারির পাশে দাঁড়ান। তনয় জানান “রোহিত ভাই তখন বলেন, ‘যা হয়েছে হয়েছে, বাচ্চা ছেলে তো। তুই তোর প্রশ্ন কর, শুধু কফি পড়েছে, চিন্তা করিস না।’ ওটাই আমার ক্যারিয়ার বাঁচিয়েছিল।’

সেই ২১ বছরের ছেলেটি বর্তমানে ক্রিকেট উপস্থাপনার জগতে এক পরিচিত মুখ। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার প্রায় পাঁচ লাখের কাছাকাছি। তিনি জিওহটস্টারে আইপিএল এবং ভারতীয় দলের কাভারেজে নিয়মিত কাজ করেন। কিন্তু সব কিছুর শুরুতে এমন একটি ভুল তাঁর পুরো স্বপ্নকে ধ্বংস করে দিতে পারত—যদি না রোহিত শর্মার মতো একজন অভিভাবকসুলভ মানুষ পাশে থাকতেন।

কৃতজ্ঞতা স্বরূপ তিওয়ারি বলেন, ‘অনেকবার আমি ওনার সঙ্গে দেখা করে ওই ঘটনা মনে করিয়ে দিয়েছি। আমি বলেছিলাম, ‘রোহিত ভাই, আপনি জানেন না আপনি কত মানুষকে কতটা খুশি করেছেন।’ তখন উনি হেসে বলেছিলেন, ‘অরে ভাই, আজা ভাই’, তারপর জড়িয়ে ধরেছিলেন।’

একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং দলের সিনিয়র সদস্য হিসেবে এমন আচরণ কেবল সতীর্থ বা ভক্তদের নয়, পুরো ক্রিকেট দুনিয়ার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। মাঠে ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত নেওয়া রোহিত শর্মা মাঠের বাইরেও যে কতটা শান্ত এবং উদার, তনয়ের গল্পটি যেন তার জলজ্যান্ত প্রমাণ।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link