বোর্ডের ‘প্রকট’ চাপেই ভেঙে পড়েন রোহিত!

রোহিতের অধিনায়কত্বে ভারতের টেস্ট সাফল্য চোখধাঁধানো ছিল না। ঘরের মাঠে সিরিজ হারা, বিদেশে জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়া — সমালোচনার জায়গা আছে।

টাইমিং আর এলিগ্যান্সে তিনি ছিলেন ভারতীয় ব্যাটিংয়ের এক অতল সৌন্দর্য। কিন্তু, সব সৌন্দর্যেরই শেষ আছে, রোহিত শর্মার টেস্ট অধ্যায়ের শেষটা হলো একটু বেমানান, একটু চুপিসারে। আর সেই বিদায়ের পুরোটা স্বেচ্ছায়ও নয়। ওয়ানডের মত টেস্টটাও চালিয়ে যেতে চেয়েছিলেন হিটম্যান।

মাসখানেক আগে, মাইকেল ক্লার্কের পডকাস্টে হাসিমুখে বলেছিলেন, ‘আমি তৈরি ইংল্যান্ড সফরের জন্য।’ সেই কথার রেশ কাটতে না কাটতেই, এক ঘোষণায় চুপ করে গেল পুরো ক্রিকেটমহল — রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়েছেন।

তাহলে কেন এই বিদায়? ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) চাপ ছিল রোহিতের ওপর। নির্বাচকরা চান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে তরুণদের জায়গা করে দিতে। কোচিং স্টাফদের ভাষায়, ‘ভবিষ্যতের দিকে তাকাতে হবে এখন।’

দৃশ্যপট পাল্টে যায় খুব দ্রুত। অবসরের ঠিক আগের দিন থেকেই গণমাধ্যমে শুরু হয় গুঞ্জন। বলা হয় — ভারতীয় দলে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। খোদ কোচ গৌতম গম্ভীরও নাকি সেই পথেই ছিলেন। কিন্তু, প্রশ্নটা রয়ে যায় —  ভবিষ্যতের ভাবনায় কি বর্তমানে ছায়া ফেলা উচিত?

শোনা যায়, রোহিত নাকি শেষ মুহূর্তে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকরকে বলেছিলেন, ‘আমি এখনো শেষ হয়ে যাইনি।’ একটা অব্যক্ত যুদ্ধ চলছিল রোহিতের ভেতরে, যেখানে অভিজ্ঞতা আর সম্ভাবনার টানাপোড়েনে পরাজিত হয়েছে দীর্ঘদিনের এক সততার লড়াই।

হ্যাঁ, রোহিতের অধিনায়কত্বে ভারতের টেস্ট সাফল্য চোখধাঁধানো ছিল না। ঘরের মাঠে সিরিজ হারা, বিদেশে জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়া — সমালোচনার জায়গা আছে। কিন্তু, এই মানুষটাই এক বছরের ব্যবধানে ভারতকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। তখনও তো ভারতীয় ক্রিকেট তাঁকে নেতৃত্ব দিতে ডেকেছিল, সম্মান দিয়েছিল। তবে তাঁর অবসরটা কেন এমন নীরব?

Share via
Copy link