রোহিত শর্মা মানেই ধুন্ধুমার ব্যাটিং, রোহিত শর্মা মানেই স্বল্প সময়ের তীব্র ঝড়। বিগত বছর তিনেক ধরেই এই ধারার ব্যাটিং করে যাচ্ছেন ভারতের অধিনায়ক। নিজের পরিসংখ্যানের দিকে তিনি খুব একটা নজর দেননা। কিন্তু ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কার পরামর্শ দিয়েছেন রোহিতের ব্যাটিং অ্যাপ্রোচ পরিবর্তন করার।
সাম্প্রতিক সময়ে রোহিতের ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক কতটুকু প্রয়োজনীয় সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। খুব বেশি রান তিনি করতে পারছেন না। বড় ইনিংস তার খেলা হচ্ছে না। একজন ব্যাটারের নামের পাশে সবাই রান দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু রোহিতের ক্ষেত্রে তেমনটি অনুপস্থিত। তাইতো ভারতের ক্রিকেট মহলে রোহিতের ব্যাটিং হচ্ছে প্রশ্নের সম্মুখীন।
তবে ভারতের বর্তমান হেডকোচ গৌতম গম্ভীর অবশ্য রোহিতের পক্ষেই কথা বলেছেন। পরিসংখ্যান নয়, গৌতমরা বিবেচনায় নেন ইম্প্যাক্ট। তিনি বলেন, ‘আপনার অধিনায়ক যদি এমন গতিতে ব্যাট করেন, তাহলে তা ড্রেসিং রুমে একটা স্পষ্ট বার্তা দেয় যে আমরা সম্পূর্ণ নির্ভীক এবং সাহসী হতে চাই। আপনারা রান দিয়ে মূল্যায়ন করেন; আমরা প্রভাব দিয়ে মূল্যায়ন করি। এটাই পার্থক্য। আপনারা পরিসংখ্যান দিয়ে মূল্যায়ন করেন; আমরা প্রভাব দিয়ে মূল্যায়ন করি।’

মূলত নির্ভীক মানসিকতার সঞ্চার ঘটানোর জন্যেই রোহিত নিজের পরিসংখ্যানকে বলি চড়িয়েছেন। এখন পর্যন্ত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি রোহিত শর্মা। গড় তার মোটে ২৬। তবে ১০০ এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করছেন তিনি। অথচ তার ক্যারিয়ারের একটা লম্বা সময় ধরে ৯০ এর আশেপাশের স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন রোহিত।
কিন্তু সুনীল গাভাস্কার মনে করেন, রোহিতের আরও খানিকটা লম্বা সময় ধরে ব্যাটিং করা উচিত। ভারতীয় কিংবদন্তির মতে রোহিত ২৫ ওভার ব্যাটিং করলে সেটার প্রভাব হবে আরও ব্যাপক, আরও বিস্তৃত। তিনি বলেন, ‘এই ধরনের প্রভাব ম্যাচ জেতানোর মতো। আর তাছাড়া একজন ব্যাটার হিসেবে, আপনি কি ২৫-৩০ রান করে খুশি থাকবেন? থাকবেন না! তাই আমি তাকে(রোহিত) এটাই বলব: যদি তুমি মাত্র সাত, আট বা নয় ওভার ব্যাট করার পরিবর্তে ২৫ ওভার ব্যাট করো, তাহলে দলের ওপর তোমার প্রভাব আরও বেশি হবে।’
২০২২ সালের পর থেকেই রোহিত নিজের ব্যাটিং অ্যাপ্রোচকে আমুল বদলে ফেলেছেন। তিনি ইনিংস বড় করার কথা একটিবারের জন্যেও ভাবেননি। বরং তিনি দলের জন্যে যেটা ভাল সেটাই করার চেষ্টা করেছেন। তাতে করে তিনি টানা চতুর্থ আইসিসি ইভেন্টের ফাইনালে নিয়ে এসেছেন দলকে। এখন দেখার পালা, টানা শিরোপা তিনি এই আপ্রোচেই জিততে পারেন কি-না।

তবে, রোহিত মানেই তো একটা স্টেটমেন্ট। অধিনায়কের ব্যাটে বড় রান প্রয়োজন, প্রয়োজন বিরাট এক ইনিংস যা দুমড়ে মুচড়ে দেবে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণকে। ড্রাইভ, পুল আর লেগ গার্ডের কাছে আসা বলে দুরন্ত ফ্লিকে বল চলে যাক বাউন্ডারি লাইন পেরিয়ে দর্শকাসনে। বলাবলি হবে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! হবে নাকি?











