ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিবেন রোহিত শর্মা, এমন গুঞ্জনে ভারী হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেটাঙ্গন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর বিদায়ী বার্তা নয়, বরং এখনি অবসর না নেয়ার ঘোষণা শোনান তিনি। এরপর থেকেই কৌতূহল জেগেছে, তাহলে কবে থামতে তাঁর পথ চলা?
ব্যক্তিগত ফর্ম আর দলীয় সাফল্য দুই দিক দিয়েই দারুণ সময় পার করছেন এই ব্যাটার। সামনে থেকে অবদান রেখে পরপর দুইটি বৈশ্বিক শিরোপা জিতলেন তিনি। সেজন্যই বোধহয় থামতে চাইছেন না আপাতত; ভেতরের খবর – ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছে আছে তাঁর।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া অর্থাৎ আফ্রিকান দেশগুলো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। আর সেই টুর্নামেন্ট দিয়েই নিজের পঞ্চাশ ওভারের ক্যারিয়ার সমাপ্ত করতে চান হিটম্যান। কিন্তু চিন্তার বিষয় হয়ে উঠেছে তাঁর বয়স, বিশ্বকাপ আসতে আসতে চল্লিশের গন্ডি পেরিয়ে যাবেন তিনি। সেক্ষেত্রে ফর্মের চেয়ে ফিটনেস নিয়েই প্রশ্ন উঠবে বেশি।
রোহিত নিজেও জানেন সেটা, তাই তো প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করেছেন এখন থেকেই। একটি সূত্র জানিয়েছে, সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করবেন তিনি। ক্যারিয়ারের শেষ অধ্যায়টা রাঙিয়ে রাখতে চেষ্টার কমতি রাখবেন না তিনি।
অবশ্য স্রেফ ওয়ানডে নয়, এই ওপেনার চালিয়ে যাবেন টেস্ট ফরম্যাটও। বর্ডার গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে ইচ্ছে করে খেলেননি তিনি, সবাই ভেবে নিয়েছিল এই বুঝি বিদায়। তবে না, আরো একবার নিজেকে নতুন শুরুর অপেক্ষায় আছেন তিনি।
যদিও এই তারকার পারফরম্যান্স নিয়ে সংশয় দেখানোর কোন সুযোগ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেই তো অনবদ্য এক ইনিংস খেলে বাগিয়ে নিয়েছিলেন ম্যাচসেরার পুরষ্কার। আর এমনিতে ম্যাচের পর ম্যাচ দলকে উড়ন্ত সূচনা এনে দেয়ার কাজ তো করেই চলছেন ধারাবাহিক ভাবে।