তীর ধনুকের সাথী থেকে জীবনসাথী

পাঁচ বছর পর আবার ন্যাশনাল আর্চারিতে সেরার মুকুট মাথায় পড়েছে রোমান সানা। অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিষেধাজ্ঞা থাকলেও, তা কাটিয়ে আবার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই তীর ধনুক হাতে ফিরেছেন রোমান।

পুরুষ একক ও দ্বৈথ বিভাগে সোনা জিতেছেন রোমান। অন্যদিকে, দ্বৈত ইভেন্টে রোমানের সঙ্গী দিয়া সিদ্দিকী নারী এককে রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন।

নিজের এমন অসাধারণ প্রত্যাবর্তনের দিনে আরো বড় এক সুখবর দিলেন রোমান। সামনের মাসেই আর্চারিতে দীর্ঘদিন জুটি বেঁধে খেলা দেশের অন্যতম সেরা নারী আর্চার দিয়া সিদ্দিকীর সাথে জীবনের জুটি বাঁধতে যাচ্ছেন তিনি।

জাতীয় চ্যাম্পিয়নশিপে দ্বৈত ইভেন্টে একসাথে স্বর্ণপদক জয়ের পর দিয়া আর রোমান দুজন মিলেই জানিয়েছেন এই খুশির খবর। আগামী পাঁচ জুলাই তীর ধনুকের সাথীরা জীবনের তরী একসাথে ভাসানোর গাটছড়া বাঁধবেন।

সতীর্থের সাথে অসদাচরণ করায় দীর্ঘ দিন নিষিদ্ধ ছিলেন দেশসেরা আর্চার রোমান সানা। অবশেষে জাতীয় চ্যাম্পিয়নশিপে ফিরেছেন।
ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি মিললেও, এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার অপেক্ষায় দিন গুনছেন এই নিশানাবাজ। তবে শিগগিরই নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্ব দরবারে নিজেকে মেলে ধরতে পারবেন বলেও প্রত্যাশা দেশসেরা এই আর্চারের।

তবে রাজকীয় প্রত্যাবর্তনই হয়েছে রোমানের। পাঁচ বছর পর ফের জাতীয় চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। গতকাল টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রিকার্ভ এককের ফাইনালে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জেতেন আনসারের এই ক্রীড়াবিদ।

দিয়া ও রোমান দুজনেই কর্মরত আছেন আনসারে। রোমান আনসারে ল্যান্সনায়েক পদে আছেন। দিয়া বিকেএসপির পাট চুকিয়ে এ বছর যোগ দিয়েছেন আনসারে। দীর্ঘদিন ধরে একসাথে জুটি বেঁধে খেলেছেন জাতীয় আসর গুলোতে।

দেশের সেরা দুই আর্চার এতদিন পাশে ছিলেন একে অন্যের। দুজনের কঠিন সময়ে মনোবল জুগিয়ে গেছেন একজন আরেক জনের। এবার জীবনের যাত্রায়ও একে অপরের সঙ্গী হবার সিদ্ধান্ত নিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link