রোনালদোর গোল কিংবা গ্রেটনেস

অধিনায়কের ভরসার প্রতিদান দিতে ভুল হয়নি তাঁর, গোল করে ভেঙেছেন নয় ম্যাচের ব্যক্তিগত গোল খরা। সেই সাথে নির্ঘাত হারিয়ে ফেলা আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছেন তিনি, সিআরসেভেন তো আর এমনি এমনি সিদ্ধান্ত নেননি। 

গোল করে তো এখন প্রায় প্রতিদিন শিরোনাম হন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি মাঠে নামবেন আর গোল করবেন, ২০২৫ সালে এসে এটা যেন রুটিন হয়ে গিয়েছে তাঁর জন্য। তবে ভিন্ন একটা কারণেই এবার শিরোনাম দখলে নিলেন পর্তুগিজ যুবরাজ, নিজে পেনাল্টিতে গোল করার লোভ না করে সতীর্থ সাদিও মানেকে গোল করার সুযোগ করে দিয়েছেন তিনি।

ম্যাচের তখন একেবারে শেষ মুহূর্ত, রোনালদোর ফ্রি কিক প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় আল নাসের। পেনাল্টি টেকার হিসেবে যেকোনো ক্লাবেই তিনি এক নম্বর পছন্দ, আল নাসেরেও তাই। সেজন্য চাইলেই নিজের গোলের ট্যালি আরো কিছুটা বাড়িয়ে নিতে পারতেন। কিন্তু না, তিনি বলটা বাড়িয়ে দিলেন সাদিও মানের দিকে।

অধিনায়কের ভরসার প্রতিদান দিতে ভুল হয়নি তাঁর, গোল করে ভেঙেছেন নয় ম্যাচের ব্যক্তিগত গোল খরা। সেই সাথে নির্ঘাত হারিয়ে ফেলা আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছেন তিনি, সিআরসেভেন তো আর এমনি এমনি সিদ্ধান্ত নেননি।

এর আগে রিয়াল মাদ্রিদ কিংবদন্তি অবশ্য জয়সূচক গোলটা আদায় করে নিয়েছিলেন। ম্যাচের ৪৮ মিনিটের সময় অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের ক্রস থেকে মাথা ছুঁয়ে জালের দেখা পান তিনি। এই নিয়ে চলতি সৌদি প্রো লিগে সতেরো গোল ঝুলিতে পুরলেন রোনালদো, একইসাথে পূর্ণ করলেন বিশ গোলে অবদান রাখার মাইলফলক।

অবশ্য পুরো মৌসুম মিলিয়ে আল নাসেরের জার্সিতে ইতোমধ্যে ২৫ গোল আদায় করে নিয়েছেন তিনি। কেবল ২০২৫ সালেই তাঁর গোল আছে নয়টা, ফর্মের কতটা চূড়ায় আছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

যদিও আল নাসেরের অবস্থা এতটা মধুর নয়, টেবিলের তিন নম্বরে কোনরকম টিকে আছে তাঁরা। শিরোপা স্বপ্ন অনেক আগেই উবে গিয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ মিলবে কি না সেটা নিয়েই সন্দেহ এখন।

Share via
Copy link