নাওয়াফ বৌশালের মাথায় হাত। ক্রিশ্চিয়ানো রোনালদোর পাওয়ারফুল ভলি। ক্রসবারও তা ঠেকাতে পারেনি। ওই মুহূর্তে তো বিস্ময়ের ঘোরের হারিয়ে যাওয়ারই কথা। এই বয়সেও কি করে পারেন ক্রিশ্চিয়ানো! এই বিস্ময়ের কোন উত্তর নেই জানা কারও। বয়সের সাথে ছেলেখেলা করছেন পর্তুগীজ এই তারকা। ছুটছেন তিনি অবিনশ্বর এক রেকর্ডের দিকে।
কখনো বাইসাইকেল কিক মারতে চাইছেন তো কখনো ভলি থেকে গোল করছেন। রোনালদো যেন ভুলে যেতে চান বয়সের সংখ্যা। ৪০টা বসন্ত পার করে ফেলেছেন তিনি। তবুও থেমে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। পারফরমেন্সেরও ঘাটতি খুঁজে পাওয়া দায়।
তাকে নিয়ে সমালোচনা হয় প্রচুর। তার মন্তব্যের জন্যে, না জিততে পারা শিরোপার জন্যে, হার না মানা মানসিকতার জন্যেও। কিন্তু এসব কিছুর তোয়াক্কা করেন না। চর্বিহীন ওই শরীরটা সমালোচনার বিরাট পাহাড় ঠেলে নিয়ে যেতে পারে গোললাইনের ওপারে।
অদম্য এক মানসিকতা, দুর্দমনীয় এক চরিত্র। গোল সংখ্যা এখন তার ৯৩৩। আর তো মোটে ৬৭টি গোল প্রয়োজন। আর এরপরই তো রীতিমত ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন রোনালদো। হাজার গোলের মাইলফলক তাকে হাতছানি দিয়ে ডাকছে। তিনি তীব্র গতিতে ধাবিত হচ্ছেন সেই পথে।
তার সেই যাত্রায় বরং উপকৃতই হচ্ছে সৌদির ক্লাব আল নাসের। তাদের যে জয়ের ভাগ্যও গড়ে দিচ্ছেন রোনালদো। এখনই তিনি থামতে চান না। বয়সের মত বিশাল প্রভাবকও তাকে থামাতে পারছে না।
ওই সেই পুরনো রোনালদোর মত করে তাই তিনি গোলের আলোর বিকিরণ ঘটাচ্ছেন। সেই উজ্জ্বলতায় এখনও রোনালদোর নামের শিরোনাম হয়।