বৃথা গেল রনির ঝড়ো হাফ সেঞ্চুরি

শেষ বলেও ছক্কা হাঁকালেন। ১৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকলেন। স্ট্রাইক রেট প্রায় ২৮০, তবুও কোনো লাভ হল না। হংকং সিক্সেসে আবু হায়দার রনির দাপুটে ব্যাটিংয়ের পরও অসহায় আত্মসমর্পণ করতে হল বাংলাদেশকে।

শেষ বলেও ছক্কা হাঁকালেন। ১৮ বলে ৫০ রান করে অপরাজিত থাকলেন। স্ট্রাইক রেট প্রায় ২৮০, তবুও কোনো লাভ হল না। হংকং সিক্সেসে আবু হায়দার রনির দাপুটে ব্যাটিংয়ের পরও অসহায় আত্মসমর্পণ করতে হল বাংলাদেশকে।

কারণ, প্রথমে ব্যাট করতে নেমে ১৪৯ রানের পাহাড় গড়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়া দল। বেন ম্যাকডরমট ও অধিনায়ক অ্যালেক্স রস দু’জনই হাফ সেঞ্চুরি করেন।

হাবিবুর রহমান সোহান এক ওভারে ৩৪ রান হজম করেন। সেই ওভারে অ্যালেক্স রস পাঁচটি ছক্কা ও একটি চার হাঁকান। অস্ট্রেলিয়া দল ২১ টা ছক্কা হাকায়। মানে কেবল ছক্কা থেকেই রান আসে ১২৬।

বিপিএল খেলে যাওয়া উইলিয়াম বোসিস্টো ছয় বলে করেন ৩০ রান। পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হাঁকিয়ে তিনি ষষ্ঠ বলে আউট হন।

ম্যাচ কার্যত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের পরই শেষ। কারণ, ওভারপ্রতি রান তুলতে হত ২৫ করে। বাংলাদেশের প্রথম চার ব্যাটারের কেউই পরিস্থিতির চাহিদা মেটাতে পারেননি।

মাত্র ১৯ রানের মধ্যে চারটি উইকেট যায়। প্রথম ওভারেই হারায় তিন উইকেট। এরপর রনির সাথে রাকিবুল হাসানের জুটি ম্যাচটা শুধুই দীর্ঘ করেছে। বাংলাদেশের ভাগ্য পাল্টাতে পারেনি।

Share via
Copy link