১ রানের দাম ১০ লাখ ৬৬ হাজার টাকা!

দলের এমন ব্যর্থতা নিয়ে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, 'ওরা প্রফেশনাল খেলোয়াড়, তাছাড়া এসেছেও বিজনেস ক্লাসে। তাই আমার মনে হয় না ক্লান্তির কারণে এমনটা হয়েছে।'

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শুধু দেদারসে টাকা ঢাললেই হয় না। এর সাথে দরকার পরিকল্পনা। না হলে অপরিকল্পিতভাবে বিদেশি ক্রিকেটার এনে রংপুর রাইডার্সের মত ভরাডুবি বরণ করতে হতে পারে!

ম্যাচের আগের দিন রাতে উড়িয়ে আনা হল জেমস ভিন্স, টিম ডেভিড ও আন্দ্রে রাসেলকে। তিনজনকে আনতে রংপুর রাইডার্সের খরচ হয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা। টানা আট জয়ের পরে মুদ্রার উল্টো পিঠ দেখেছিল রংপুর। টানা চার ম্যাচ হেরে দিশেহারা হয়ে পড়েছিল উত্তরবঙ্গের দলটি।

বিপিএল প্লে-অফের জন্য তাই উঠে পড়ে লেগেছিল রংপুর। বিশ্বসেরা সব টি-টোয়েন্টি খেলোয়াড়দের দলে ভিড়িয়ে যদিও নূন্যতম উপকার হয়নি দলটির। উড়িয়ে আনা তিন তারকা ব্যাটার মিলে রান করেছেন মোটে ১২। অর্থাৎ, তাদের প্রতি রানের মূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ৬৬ হাজার টাকা! এতেই মাত্র ৮৫ রানে অল-আউট হয়ে খুলনা টাইগার্সের কাছে হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

দলের এমন ব্যর্থতা নিয়ে রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘ওরা প্রফেশনাল খেলোয়াড়, তাছাড়া এসেছেও বিজনেস ক্লাসে। তাই আমার মনে হয় না ক্লান্তির কারণে এমনটা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশীয় খেলোয়াড়দের আরও একটু সাহস নিয়ে খেলা উচিত ছিল। আরেকটু আক্রমণাত্মক ক্রিকেট খেলা যেতে পারত, কারণ পাওয়ার প্লেতে দেখেন পরপর তিন ওভার স্পিন বল করেছে।’ যদিও ধারাবাহিকভাবে পারফর্ম করা ইফতেখার আহমেদকে বাদেই দল সাজিয়েছিল তারা। সুতরাং দল নির্বাচন নিয়ে উল্টো প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়াই যায়।

টানা চার ম্যাচ হারার পর, এলিমিনেটর ম্যাচেও হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রংপুর। গত আসরেও গ্রুপ পর্বে দাপট দেখিয়ে প্লে-অফে একই হাল হয়েছিল দলটির। টাকা ঢাললেই যে সফলতা আসে না, কখনো কখনো তা জলেই যায় তারই উৎকৃষ্ট উদাহরণ দিয়ে গেল যেন রংপুর।

Share via
Copy link