রূপগঞ্জের অবনমন ঠেকালেন সাব্বির-নাঈম

সকাল থেকেই বৃষ্টি থাকায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের দিনের একমাত্র ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির কারণে শঙ্কা ছিল রেলিগেশন লিগের আজকের ম্যাচটি নিয়েও। তবে দুপুরের পর বৃষ্টির প্রোকোপ একটু কমে যাওয়াতে ওভার কমিয়ে মাঠে গড়ায় রেলিগেশন লিগের ম্যাচটি।

আর বৃষ্টি বিঘ্নিত রেলিগেশন লিগের তৃতীয় ম্যাচে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই জয়ের ফলে অবনমন ঠেকানোর লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল রূপগঞ্জ।

তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রূপগঞ্জের। ইনিংসের শুরুর দিকেই ফিরে যান দুই ওপেনার জাকির আলী ও আজমির আহমেদ। ১৫ বলে ২০ রান করেন আজমির ও জাকিরের ব্যাট থেকে আসে ১৩ বলে ৮ রান। ২৯ রানে ২ উইকেট হারানো রূপগঞ্জের হাল ধরেন সাব্বির রহমান ও মেহেদী মারুফ।

সাব্বির মেহেদীর ব্যাটে যখন জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল রূপগঞ্জ ঠিক তখনই জোড়া আঘাতে দুজনকেই ফিরিয়ে দেন আব্দুর রশিদ। দুজনের ব্যাট থেকেই আসে ৩০ রান। ৯০ রানে ৪ উইকেট হারিয়ে একটু চাপে পড়লেও জয় পেতে সমস্য হয়নি রূপগঞ্জের।

অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটে ভর করে সহজেই জয়ের লক্ষ্য পৌছে যায় রূপগঞ্জ। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন নাঈম। ডিওএইচএসের পক্ষে তিনটি উইকেট শিকার করেন আব্দুর রশিদ। এছাড়া একটি উইকেট পেয়েছেন আসাদুজ্জামান পায়েল।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ডিওএইচএসের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে ৬ বলে ২ রান করে ফিরে যান ছন্দে থাকা রাকিন আহমেদ। ১২ রানে রাকিন ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন আনিসুল হক ইমন ও মাহমুদুল হাসান জয়। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি জয়।

৩১ বলে ২০ রান করে জয় ফিরে গেলে ভাঙে এই জুটি। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ থাকতে পারেননি আনিসুলও। হাফসেঞ্চুরি তুলে নিয়ে ফিরে যান তিনিও। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ বলে ৫১ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। আনিসুল ফিরে যাওয়ার পরই পথ হারায় ডিওএইচএসের ইনিংস।

এরপর আরো তিন উইকেট হারিয়ে শেষের দিকে দ্রুত রান তুলতে পারেনি ডিওএইচএস। শেষ পর্যন্ত নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ডিওএইচএস। রূপগঞ্জের পক্ষে হোসেন আলী তিনটি ও নাঈম ইসলাম দুটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: ১১৮/৬ (ওভার: ১৮; আনিসুল- ৫১, মাহমুদুল- ২০, আল ইসলাম- ২০) (হোসেন- ৩-০-২৩-৩)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১২৪/৪ (ওভার: ১৭.১; আজমির- ২০, সাব্বির- ৩০, মেহেদী- ৩০, নাঈম- ২৭*) (রশিদ- ৪-০-২২-৩)

ফলাফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link