সাব্বির মানেই ঝড়! সাব্বির নামেই ঝড়!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট চলমান তখন। নতুন ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা বাছাই করলেন একজন খেলোয়াড়কে। তাতে করে মৃদু এক দ্বিধার সৃষ্টি হল। ঠিক কোন সাব্বিরকে ঢাকা দল নিয়েছে তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। বহুক্ষণ বাদে জানা যায় যে সাব্বির হোসেন আর সাব্বির রহমানের মধ্যকার তফাৎ।

পরবর্তীতে সাব্বির হোসেন বিপিএলে নেমেছিলেন দুর্দান্ত ঢাকার জার্সি গায়ে। তবে যারপরনাই নিরাশ করেছেন তিনি। ঢাকার হয়ে চার ম্যাচ খেলে তার মোট সংগ্রহ- ১০ রান। তবে সময়ের চাকা ঘুরেছে। বিপিএলের পর্দা নেমেছে। মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। সেখানে অবশ্য প্রথম দিনেই দেখা মিলেছে এক ভিন্ন সাব্বির হোসেনের।

গেল আসরের চ্যাম্পিয়ন দল আবাহনী লিমিটেডের হয়ে মাঠে নেমেছেন সাব্বির হোসেন। প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন অর্ধশতক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলেছেন ৭১ রানের একটি ইনিংস।

বেশ দারুণ দক্ষতায় তিনি সামলেছেন প্রতিপক্ষ বোলারদের। বিপিএলে ব্যর্থ হলেও ডিপিএলে খানিকটা সাবলীল ভঙ্গিমায় রান তুলতে দেখা গেছে তাকে। দেশীয় প্রতিপক্ষদের বিপক্ষে বেশ আত্মবিশ্বাস নিয়েই খেলেছেন তিনি। ওয়ানডে ঘরনার ব্যাটিংই তিনি করে গেছেন নিজের পুরো ইনিংস জুড়ে।

মাত্র ৫৯ বল খরচ করেছেন তিনি। অন্যদিকে ঠিক একই পরিমাণ বল খরচ করেছিলেন সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা নাঈম শেখ। তবে তার ব্যাটিং যেন বেজায় দিয়েছে পীড়া। ওয়ানডেতে তিনি ব্যাট করে গেছেন টেস্ট ভঙ্গিমায়।

৩৭ রানের একটি ইনিংস খেলেছেন তিনি স্রেফ ৬২ স্ট্রাইকরেটে। অথচ বিপিএলে তিনি ছিলেন ডুবতে থাকা ঢাকা দলের অন্যতম সেরা পারফরমার। ব্যাট হাতে ঢাকা দলের মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে গেছেন। যদিও শেষ অবধি কাজের কাজ হয়নি। লজ্জায় ডুবতে হয়েছে ঢাকাকে।

যদিও এদিন আবহানীর জন্যে কোন লজ্জা অপেক্ষা করেনি। সে কৃতিত্ব অবশ্যই সাব্বির হোসেনের প্রাপ্য। মিরপুরের চিরায়ত স্লো, লো উইকেটে দারুণ এক ইনিংসই উপহার দিয়েছেন সাব্বির। শেষ অবধি তার ৭১ রানের কল্যাণে ২৬৮ রানের ভীত খুঁজে পায় আবাহনী।

১২০.৩৩ স্ট্রাইক রেটের এই ইনিংসটিতে সাব্বির মেরেছেন ১০টি চার ও দুইটি ছক্কা। অন্তত তিনি বুঝিয়ে দিলেন দুর্দান্ত ঢাকা ভুল করে তাকে নেয়নি দলে। স্রেফ একটা বাজে সময় তিনি পার করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চে। সে সময়টাকে পেছনে ফেলে এগিয়ে যেতে নিশ্চয়ই চান সাব্বির। তাইতো তিনি ডিপিএলকেই বেছে নিয়েছেন প্রমাণের মঞ্চ হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link