জানুয়ারিতে দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে বার্সেলোনায় বিদায় ঘণ্টা বাজতে চলেছে কোচ কিকে সেতিয়েনের। পারফরম্যান্সের আমূল পরিবর্তন না হলে মৌসুমে শেষেই তাঁকে চাকরিচ্যুত করবে স্প্যানিশ ক্লাব ম্যানেজমেন্ট।
এমন আশঙ্কা প্রকাশ করেছে গোল.কম। ফলে, বিষয়টাকে গুরুত্বের সাথেই নিতে হচ্ছে। ৬১ বছর বয়সী এই কোচ আর্নেস্তো ভালভার্দের জায়গা নিয়ে ড্রেসিংরুমের আস্থা অর্জন করতে একেবারেই ব্যর্থ হয়েছেন।
বার্সেলোনায় খেলোয়াড়দের মতের প্রাধান্য অন্য যেকোনো ইউরোপিয়ান ক্লাবের চেয়ে বেশি। লিওনেল মেসি কিংবা জেরার্ড পিকেদের কাছে প্রায়ই এই কোচের কৌশল খুবই বিভ্রান্তিকর মনে হয়। প্রকাশ্য সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের কথাতেও সেটা পরিস্কার হয়েছে কয়েকবার।
একই সাথে বার্সার কার্যনির্বাহী পরিষদও সেতিয়েনের ব্যাপারে সন্তুষ্ট নয়। তাই, আড়াই বছর মেয়াদে বার্সায় যোগ দেওয়া কিকে সেতিয়েনকে তাই ছয় মাসের মধ্যেই ‘গুড বাই’ বলে দিচ্ছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে যোগ দেওয়ার আগে কখনোই রিয়াল বেটিসের সাবেক কোচ কখনোই ক্লাবটির প্রথম পছন্দ ছিলেন না। বরং রোনাল্ড কোয়েম্যান কিংবা জাভি হার্নান্দেজের নামই উচ্চারিত হচ্ছিল বেশি।
আর সেতিয়েন যখন চাকরি হারানোর দুয়ারে চলে গেছেন, তখন আরো বেশি করে উচ্চারিত হচ্ছে জাভির নাম। সাবেক এই কাতালান এখন কাতারের ক্লাব আল সাদের কোচ। তিনি জানিয়ে রেখেছেন, বার্সেলোনাকে কোচিং করানোর জন্যই নিজেকে প্রস্তুত করছেন তিনি।
নতুন করে যখন স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ট’ তাঁর সাথে যোগাযোগ করে তখন তিনি অনেক কথার মাঝে এটাও বলেন, ‘সঠিক সময়ে আমি অবশ্যই ফিরবো। আমি বার্সার ফুটবলীয় সিদ্ধান্তগুলো নিতে চাই। এই মুহূর্তে আমি কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না।’
জাভির সাথে টক্কর দিবেন আরেক জাভি। তিনি বার্সেলোনার ‘বি’ দলের কোচ জাভি গার্সিয়া পিমিয়েন্টা। তিনিও আছেন আলোচনায়। আবার কেউ কেউ বলছেন ম্যানচেস্টার সিটিতে থাকা সাবেক কাতালান কোচ পেপ গার্দিওলার কথা।
সেতিয়েনকে দিয়েই চালিয়ে নেওয়ার ভাবনাও আছে। তবে, এর জন্য মৌসুমের বাকিটা সময় ‘আকাশ-কুসুম’ কোনো পারফম্যান্স দেখাতে হবে এই স্প্যানিশ কোচকে।