সাদা পোশাক ডাকছে সাই সুদর্শনকে

সুদর্শনের এই পর্যন্ত উঠে আসা ছিলো অনেকটাই কাকতালীয়।

ভারতীয় টেস্ট দলে ডাক পেতে যাচ্ছেন সাই সুদর্শন। দৃঢ় মনোবল, সলিড ব্যাটিং টেকনিক, লাল বলের টেম্পারমেন্ট সবই রয়েছে তার। সব মিলিয়ে রোহিত শার্মার দারুণ বিকল্প হতে যাচ্ছেন তামিলনাডুর ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেটে তারুণ্যর যে সংস্কৃতি চলছে তার অন্যতম অংশীদার সাই সুদর্শন। সুদর্শনের এই পর্যন্ত উঠে আসা ছিলো অনেকটাই কাকতালীয়। কোভিড পরবর্তী সময়ে তামিলনাড়ু সিনিয়র দলে হঠাৎই ওপেনার সংকট দেখা দেয়। তখন তামিলনাড়ুর ‘বি’ দলের হয়ে খেলছিলেন সাই সুর্দশন। নির্বাচকরা অনেকটা নিরুপায় হয়েই মূল দলে ভিড়িয়েছিলেন সুদর্শনকে।

তবে তামিলনাড়ুর হয়ে ফার্স্ট ক্লাস অভিষেক ম্যাচেই নিজের আগমনী বার্তা দিয়ে বসেন সাই সুদর্শন। ১৭৯ রানের রেকর্ড ব্রেকিং ইংনিস খেলেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ঘরোয়াতে দারুণ ব্যাটিং করে ডাক পেয়ে যান আইপিএলে। ধারাবাহিকভাবে রানও করে যাচ্ছেন।

চলতি আসরে গুজরাট টাইটান্সের হয়ে ব্যাট হাতে এখন অবধি ৫০৯ রান করে রয়েছেন কমলা ক্যাপের দৌড়ে, টেক্কা দিচ্ছেন সুরিয়াকুমার যাদব, শুভমান গিল, বিরাট কোহলিদেরকে।

তাইতো ইংল্যান্ড সিরিজে রোহিতের বদলি হিসেবে তাকে দলে রাখতে চায় ভারত। আইপিএলে অন্য তরুণরা যখন মারকাটারি ব্যাটিং দেখাতে ব্যাস্ত তখন গুজরাটের ওপেনার সাই সুদর্শন নির্ভর করছেন বলের মেরিট বুঝে স্ট্রোকপ্লেতে। তার খেলা শেষ ম্যাচে মিচেল স্টার্ককে অফ সাইডে কাট করে চার মারা যেন ছিলো তারই নিদর্শন।

সাই সুদর্শনের প্রশংসা করে তামিলনাড়ুর কোচ তানভীর জব্বার বলেন, ‘সাই সুদর্শন বিরল প্রতিভা, ও স্ফট হ্যান্ডে দারুণ সব শটস খেলতে পারে, একবারে ন্যাচারাল ব্যাট সুইং। ভারতে খুব কম ক্রিকেটারই আছে যারা তার মতো বটম হ্যান্ডে বাউন্ডারি বের করতে পারে, যেটা ওকে আলাদা করেছে। দারুণ ব্যাকলিফ্ট হওয়াতে সে যেদিকে চায় সেদিকেই শটস খেলতে পারে এবং সিঙ্গেল বের করতে পারে। যেকোনো ডেলিভারিতে একের অধিক শটস খেলতে পারার সামর্থ্য রয়েছে তার, রোহিতের যোগ্য বিকল্প হতে পারে সে। ‘

এর আগে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীও সাই সুদর্শনকে লাল বলের ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন। ভারতীয় ক্রিকেটে সাই সুদর্শন যেন হাঁটছেন বিপরীত দিকে, বৈভব সুরিয়াভানশি, প্রিয়নাশ আরিয়ারা যখন প্রত্যেক বলেই বাউন্ডারি আদায় করতে মরিয়া হয়ে উঠেন তখন সাই সুদর্শন ঠান্ডা মেজাজে রান বের করে আনেন।

সাই সুদর্শন ভারতের ‘এ’ দলের হয়েও লাল বলে দারুণ খেলেছেন, রয়েছে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাও, কাউন্টি ক্রিকেটে সারে ক্লাবের হয়েও দুর্দান্ত সেঞ্চুরিও করেন। সবদিক বিবেচনায় আগামী ইংল্যান্ড সিরিজে সাই সুদর্শনের সাদা পোশাকে ভারতীয় দলে ডাক পাওয়া এখন সময়ের ব্যাপার।

Share via
Copy link