একের পর এক ঝড় তুলছে ঢাকা ক্যাপিটালস। আসর শুরুর আগেই সরাসরি সাইনিংয়ে তাঁরা নিয়েছে দুই সুপার স্টারকে। ব্যাটিংয়ে সাইফ হাসান, বোলিংয়ে তাসকিন আহমেদ। দলটির সাথে পাঁচ বছরের জন্য যুক্ত হয়েছেন শাকিব খান।
গেল আসরের দু:খ ভুলে এবার নতুন করে শুরু করতে মরিয়া কিং খানের দল। তাসকিন-সাইফদের নিয়ে ঢাকার পরিকল্পনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু—এই দল যে কোনো সময় বড় চমক দেখাতে পারে!
দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, নতুন মৌসুমে ঢাকার ব্যাটিং লাইনআপ ঘিরে তৈরি হচ্ছে চমক। দলের ভেতর এখন জোর আলোচনা—এবার নাকি থাকছেন সাব্বির রহমানও। সাইফ-সাব্বিরকে একসাথে মাঠে নামতে দেখা যেতে পারে এবারই! ভাবুন একবার, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল দুই হিটার থাকবেন একই দলে।

শাকিব খান নিজেই বলেছিলেন, যতদিন ঢাকা তাঁর হাতে থাকবে – সাব্বির রহমান তাঁর দলে খেলবেন। সে থেকেই ভরসা করা যায় যে এবারও সাব্বির রহমানকে চাইবে ঢাকা ক্যাপিটালস।
জানা গেছে, বিদেশিদের ক্ষেত্রে বড় নাম নয়, বরং কার্যকর ক্রিকেটার খুঁজছে ক্যাপিটালস। বেশ কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে। তবে, কারও নাম এখনও চূড়ান্ত হয়নি। আপাতত ঢাকার লক্ষ্য দেশি তারকাদের দিয়ে দলকে ভারসাম্যপূর্ণ করে গড়ে তোলা।
সাইফের সরাসরি চুক্তি আর সাব্বিরের আক্রমণাত্মক মেজাজে ঢাকা এবার হতে পারে টুর্নামেন্টের হিডেন পাওয়ার হাউস। শাকিব খানের দল এবার বেশ আঁটঘাট বেঁধেই মাঠে নেমেছে। গেল আসরে বড় বাজেটে বড় বড় তারকাদের নিয়েও কাঙ্খিত সাফল্য পায়নি ঢাকা ফ্র্যাঞ্চাইজি। এবার কি পাবে? উত্তর জানতে সময়ের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই।











